কলকাতা: মরশুমের শুরু থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ৷ কিন্তু দক্ষিণে জোটেনি বর্ষার দাক্ষিণ্য৷ বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বসে আছে দক্ষিণবঙ্গের মানুষ৷ তবে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টি নামতে পারে দক্ষিণে৷ চলবে শনিবার পর্যন্ত৷ তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি পরিমাণ কিছুটা কমতে পারে৷
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়৷ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা অধিক পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে৷ কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷