কলকাতা: খাতায়-কলমে রাজ্যে বর্ষা ঢুকেছিল ১৯ জুন। কিন্তু সেইভাবে প্রতি জেলায় বৃষ্টি হয়নি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দেখা মিললেও দক্ষিণবঙ্গের মানুষ বর্ষণের জন্য অপেক্ষাই করছিল। তবে অবশেষে হাওয়া অফিস জানাল, রাজ্যের সব জেলাতেই বর্ষা ঢুকে গিয়েছে। শেষ কয়েক দিনে পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা আরও একটু বেড়েছিল এবং গরমের প্রভাব স্বাভাবিকভাবেই বাড়ছিল। কিন্তু আপাতত আবহাওয়া আগের থেকে বদলে যাবে বলেই আভাস দেওয়া হয়েছে।
হিমালয় সংলগ্ন ৫ জেলায় বুধবার পর্যন্ত প্রায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিন্তু এবার উত্তরে বৃষ্টি কমে গিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই অনুমান। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে গিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। যদিও হাওয়া অফিস জানিয়েছে, বর্ষা ঢুকে যাওয়ার পরেও জুন মাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি খুব একটা হয় না। বরং জুলাই মাসের শুরু দিক থেকে তার পরিমাণ বাড়তে শুরু করে। এবারেও তাই হতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। এদিকে হাওয়া অফিস, একাধিক জেলায় বজ্রপাতের সম্ভাবনার কথাও স্পষ্ট করেছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সিকিমে হড়পা বান” width=”853″>
শেষ কয়েক দিনে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়েছে। যদিও সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার ছিল। তবে আপাতত বৃষ্টি হওয়ায় একটু স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। এখন আশা করা হচ্ছে, শনিবার থেকে অল্প হলেও লাগাতার বৃষ্টি শুরু হবে।