টুইট করলেন রাজনাথ, মমতাকে শুভেচ্ছা জানালেন আগামী ৫ বছরের জন্য

টুইট করলেন রাজনাথ, মমতাকে শুভেচ্ছা জানালেন আগামী ৫ বছরের জন্য

নয়াদিল্লি: আপাতত পাকা হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস রাজ্যে ফের ক্ষমতায় আসতে চলেছে। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত ফল বের হয়নি ঠিকই কিন্তু হাওয়া যেদিকে রয়েছে তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মুখে ঘাসফুল শিবির। এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। 

এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর দলের বিপুল জয়ের জন্য অভিনন্দন। তাঁর পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য আমার শুভেচ্ছা’। দেশের বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃত্ব একের পর এক প্রশংসা শুরু করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেউ বলছেন, মানুষের সেবায় ব্রতী পরিশ্রমী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হয়েছে। আবার কেউ বিজেপির বিরুদ্ধে এই লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন। একের পর এক টুইট করেছেন, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব থেকে শুরু করে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতারা। টুইট করে বিজেপি দলকে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =