চাকরির টোপ দিয়ে ঘুষ, প্রতারণার অভিযোগে গ্রেফতার ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ রাখালের জামিন

চাকরির টোপ দিয়ে ঘুষ, প্রতারণার অভিযোগে গ্রেফতার ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ রাখালের জামিন

কলকাতা:  ঘুষের বিনিময়ে চাকরির টোপ দেওয়ার অভিযোগে গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট । সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি রাজ শেখর মান্থার সিঙ্গল বেঞ্চ। সেই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে আদালত।

আরও পড়ুন- বাঁকুড়ার শিশু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, ১০টাকার স্ট্যাম্প পেপারে বিক্রি করা হত শিশু

প্রতারণার অভিযোগে রাখাল বেরাকে গ্রেফতার করে মাণিকতলা থানার পুলিশ৷ প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়৷ জানা গিয়েছে, ২০১৯ সালে সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছিলেন রাখাল৷ সেই সময় সেচ মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী৷ চাকরির টোপ দিয়ে ঘুষ নেওয়া কাণ্ডে শুধু শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরার নামই জড়ায়নি৷ জানা গিয়েছে তিনি একা নন, আরও অনেকে এর সঙ্গে জড়িত৷  এই চক্রে চঞ্চল নন্দী নামে আরও এক ব্যক্তির নাম উঠে এসেছে৷ সেচ দফতরেরই প্রাক্তন কর্মী তিনি৷ চঞ্চল নন্দী কিন্তু পলাতক৷ কাঁথির বাড়িতে হানা দিয়ে তাঁর খোঁজ পায়নি পুলিশ৷ 

আরও পড়ুন- রাজ্যে না মানলেও ভোট পরবর্তী হিংসা অস্বীকার করা যায় না, অভিযোগ নেয়নি পুলিশ: আইনজীবী

এদিকে রাখাল বেরার আইনজীবীর অভিযোগ,  তাঁর মক্কেল শুভেন্দু ঘনিষ্ঠ৷ তাই রাজনৈতিক ভাবে তাঁকে ফাঁসানো হচ্ছে৷ এটা প্রতিহিংসার রাজনীতি৷ অন্যদিকে পুলিশ জানাচ্ছে, অভিযুক্তকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে৷ এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + three =