কলকাতা: বিভিন্ন ইস্যুতে শহরের রাস্তায় মিছিল হওয়া স্বাভাবিক ব্যাপার হিসেবেই ধরা হয়। রাজনৈতিক কোনও মিছিল হোক বা অন্য কোনও সংগঠনের, মাঝে মাঝেই কলকাতায় মিছিল দেখা যায়। কিন্তু এভাবে আর কতদিন? বারবার কোনও না কোনও ইস্যুতে এইভাবে মিছিল করলে আদতে তো সাধারণ মানুষের ক্ষতি। কার্যত এমনই প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন- দিল্লি যাত্রা রুখতে মরিয়া কেষ্ট! একইসঙ্গে আর্জি দিল্লি ও কলকাতা হাই কোর্টে, আজই শুনানি
সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একাধিক মিছিল হয়েছে কলকাতা শহরের রাস্তায়। চাকরিপ্রার্থীরা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন রাস্তায় হেঁটেছে। কিন্তু লাগাতার এইভাবে মিছিলের অনুমতি আর তারা হয়তো পাবে না। এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে আদালতের তরফে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই মিছিল সংক্রান্ত ইস্যুতে মন্তব্য করে বলেন, শহরে এই ভাবে লাগাতার মিছিল বা ধর্নার অনুমতি আদালত দেবে না। আসলে সম্প্রতি নিয়োগ থেকে বঞ্চিতরা শিয়ালদহ থেকে ধর্মতলার গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করতে চেয়েছিল। কিন্তু অভিযোগ ওঠে যে পুলিশ তাদের অনুমতি দেয়নি। এরপরেই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই প্রেক্ষিতেই আদালত তাদের এমন ইঙ্গিত দিয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মদন মিত্র, ফিরহাদ হাকিমকে ভর্ৎসনা বিচারকের! PMLA court judge rebukes Firhad Hakim, Madan Mitra” width=”560″>
৮ মার্চ অর্থাৎ দোলের পরের দিন রাস্তা তুলনায় ফাঁকা থাকবে, তাও মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ, এমনই অভিযোগ করা হয়। তবে আদালতও এই বিষয়টি নিয়ে ‘নিমরাজি’, তাই মামলা দায়ের করার অনুমতি দিয়েও জানান হয়েছে, মিছিলের অনুমতি দেওয়া হবে কি না তা বলা যাচ্ছে না এখনই।