কলকাতা: তিনি শবর জাতির গর্ব৷ খেড়িয়া শবর জনজাতির প্রথম মহিলা হিসেবে স্নাতক পাশ করেছিলেন রুলিয়ার বরাবাজারের রমনিতা শবর৷ এবার স্নাতকোত্তর হলেন৷ পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাশ করলেন রমনিতা। তবে এখানেই থামতে নারাজ রমনিতা৷ তাঁক কথায়, ‘‘পথ চলা এখনও বাকি আছে।’’
আরও পড়ুন- একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত যান চলাচল, কোন পথ দিয়ে সভাস্থলে আসবেন মমতা?
পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতি’র কর্তা প্রশান্ত রক্ষিত বলেন, ‘‘এই প্রথম শবর সমাজ থেকে কেউ স্নাতকোত্তর পাশ করল৷ এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না। আগামী দিনে রমনিতার দেখানো পথে আরও অনেকে এগিয়ে যাবে।’’ প্রসঙ্গত, রমনিতাও ওই সমিতিরই সদস্য। তাঁর এই সাফল্যের জন্য বুধবার সমিতির বার্ষিক অধিবেশনে রমনিতাকে সংবর্ধনা জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শুক্রবার স্নাতকোত্তরের চতুর্থ সিমেস্টারের ফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়৷ বুধবার অনলাইনে ফল দেখেন রমনিতা। তবে এখনও মার্কশিট হাতে পাননি তিনি।
বরাবাজারের ফুলঝোর গ্রামের শবরপাড়ার বাসিন্দা রমনিতার লড়াইয়ের পথ যে সহজ ছিল না, তা নতুন করে বলের অপেক্ষা রাখে না। তাঁর বাবা মহাদেব শবর পেশায় দিনমজুর। চার ভাই-বোনের মধ্যে রমনিতাই বড়। পড়াশোনার প্রতি তাঁর আগ্রহ দেখে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন এক আত্মীয়৷ ঝাড়খণ্ডের একটি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি৷ এর পর পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২০২০ সালে বরাবাজার লাগোয়া ঝাড়খণ্ডের পটমদা কলেজ থেকে ইতিহাসে স্নাতক৷ শবর সমাজের প্রথম মহিলা হিসেবে স্নাতক পাশ করার পরেই পুরুলিয়া জেলা প্রশাসন তাঁকে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির ব্যবস্থা করে দেয়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>