প্ল্যান সফল! কার উদ্দেশ্যে বিড়বিড় করে এমন বললেন ‘সৎ রঞ্জন’

প্ল্যান সফল! কার উদ্দেশ্যে বিড়বিড় করে এমন বললেন ‘সৎ রঞ্জন’

কলকাতা: বাগদার বাসিন্দা সেই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁকে এদিন আলিপুর আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তাঁকে ৪ দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালত চত্বর থেকে লক আপে ঢোকানোর সময় সংবাদমাধ্যমের সামনে কৌতূহল উদ্দীপক মন্তব্য করেন ‘সৎ রঞ্জন’। টাকার বিনিময়ে তিনি কাউকে চাকরি পাইয়ে দিয়েছেন কিনা, এই প্রশ্ন উত্তরে তাঁকে বলতে শোনা যায়, ‘বেশি কিছু বলব না’। তবে তারপর ভিড়ের মাঝে বিড়বিড় করে তিনি যা বললেন তাতে জল্পনা বেড়েছে।

আরও পড়ুন- কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা

আসলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের একটি ভিডিও বার্তায় এই রঞ্জনের নাম পাওয়া গিয়েছিল। তারপর থেকেই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে তাঁর নাম জুড়ে যায়। এদিন গ্রেফতার হওয়ার পর সেই রঞ্জন বললেন, ”উপেনবাবুর প্ল্যান সফল।” এবার এই ‘উপেনবাবু’ কে তা স্পষ্ট না হলেও, অনুমান করা হচ্ছে তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কথাই বলেছেন। রঞ্জনের বিরুদ্ধে মূলত টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ আছে। তবে গত বছর জুলাই মাসে কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে রঞ্জন দাবি করে বলেন, তিনি কারোর থেকে টাকা নেননি, কাউকে চাকরিও দেননি।