কলকাতা: রথযাত্রার দিনে প্রতি বছর কলকাতায় ইস্কনের মন্দিরে তাদের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরের বছর কি এমনটা হবে না? এই প্রশ্ন উঠেছে কারণ আগামী বছর দিঘা থেকে রথযাত্রা হতে পারে। আর এই ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। সম্ভাবনা রয়েছে, আগামী বছর লোকসভা ভোটের পরে দিঘায় নতুন রথযাত্রার আয়োজন করতে পারেন তিনি।
মঙ্গলবার ইস্কনের রথযাত্রার উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হলে আগামী বছর তারা দিঘা থেকে এই রথযাত্রা উৎসব শুরু করবেন। এই নিয়ে একটি ফেসবুক পোস্টও করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। তিনি সেখানে বলেছেন, ”বিচিত্র মানব দলের যে মিছিল, আজ গোটা বিশ্ব জুড়ে পবিত্র রথারোহন পর্বের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে যায় – তা পরমেশ্বরের পরম কৃপা ছাড়া অসম্ভব। জগতের আদিপুরুষের পাদস্পর্শে আজ মানব কল্যাণের জন্য প্রার্থনা নিবেদন করলাম। রথের রশি টেনে বিশ্বাত্মার চরণে নিজেকে সঁপে দিলাম। তাঁর আশীর্বাদ বর্ষিত হলে আগামী বছর আমরা দিঘা থেকে এই রথযাত্রা উৎসব শুরু করবো।” উল্লেখ্য, দিঘায় বিরাট জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে যা আগামী বছরই উদ্বোধন হতে পারে।
এদিন রথযাত্রার উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন, দুই অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী, নুসরত জাহান। এছাড়া ছিলেন, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে ওড়িশার ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার মুক্তি এবং শান্তিও কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায়।