রাত বাড়লেই আতঙ্ক গ্রাস করে জগৎবল্লভপুরে! ক্ষোভ পুলিশের ভূমিকায়!

রাত বাড়লেই আতঙ্ক গ্রাস করে জগৎবল্লভপুরে! ক্ষোভ পুলিশের ভূমিকায়!

 

হাওড়া: রাতের অন্ধকারে তাদের দাপট ক্রমেই বাড়ছে৷ যার জেরে নাস্তানাবুদ হাল ব্যবসায়ীদের৷ ভূত নয়, চোরেদের দাপটে হাওড়ার জগৎবল্লভপুরে ঘুম উবেছে ব্যবসায়ীদের৷ একই সঙ্গে পুলিশের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করছেন তাঁরা৷ ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই হাওড়ার স্থানীয় বড়গাছিয়া বাজার এলাকায় বিভিন্ন দোকানে চুরি হচ্ছে। পুলিশকে জানিও মিলছে না সুরাহা। দিনকয়েক আগে সন্ধ্যাবাজারে একটি মিষ্টির দোকানে চুরির ছবি সিসিটিভিতে ধরাও পড়েছিল। সেই ঘটনার তদন্ত শুরু করে জগৎবল্লভপুর থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি।

আবারও সেই একই ঘটনা ঘটল মঙ্গলবার রাতে। ইলেকট্রনিক্সের দোকানের অ্যাসবেস্টর কেটে চোরেরা কয়েকটি টিভি, মিক্সার গ্রাইন্ডার ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সব মিলিয়ে খোয়া যাওয়া জিনিসের আর্থিক মূল্য প্রায় কয়েক লক্ষাধিক টাকা৷ ব্যবসায়ীদের অভিযোগ, অতীতে এরকমভাবে অনেকেরই দোকান চুরি হয়েছে৷ কিন্তু পুলিশি নজরদারির কোনও বন্দোবস্ত নেই৷

ব্যবসায়ী রমেন দাস নাগ, সঞ্জয় দাসেরা বলেন, ‘‘পুলিশি টহল না থাকার ফলে সন্ধের পর থেকেই এলাকায় বাড়তে থাকে অসামাজিক কার্যকলাপ৷ রাত বাড়লে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ে৷ এদিকে রাত বাড়ার সঙ্গে  সঙ্গে রাস্তায় দেখা যায় না পুলশও৷ এমন চলতে থাকলে লাগাতার থানা ঘেরাও করতে বাধ্য হব৷’’ আরেক ব্যবসায়ী বলেন, ‘‘দীর্ঘদিন লকডাউনের জেরে ঠিক মতো দোকান খুলতে পারিনি৷ তারমাঝে এরকম চোরেদের উটকো উৎপাত শুরু হলে বাঁচব কি করে?’’ স্থানীয়রাও বলছেন, দিনের পর দিন এই চুরির ঘটনা বেড়েই চলেছে৷ অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না৷ পুলিশ অবশ্য জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে৷ দুষ্কৃতীদের খোঁজে শীঘ্রই তল্লাশি চালানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =