কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ৷ ঘটনার রাতে আরজি করকাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রায়ের গতিবিধির উপর নজর রাখছে সিবিআই? সিসিটিভি ফুটেজ দেখার পর প্রশ্ন উঠেছে, আগে থেকেই কি নির্যাতিতাকে চিনত সঞ্জয়? সিবিআই জানতে পেরেছে, ঘটনার আগের দিন থেকেই ওই পড়ুয়া চিকিৎসকের উপর ‘নজর’ রাখছিল সে। হাসপাতালের করিডরের সিসি ক্যামেরায় সেই ছবি স্পষ্ট। কলকাতা পুলিশের হেফাজতে থাকার সময়ও তরুণী চিকিৎসককে ‘নজরবন্দী’ করার বিষয়টি স্বীকার করে নিয়েছিল সঞ্জয়৷
ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার আগের দিন চেস্ট মেডিসিন ওয়ার্ডে ঢুকে নির্যাতিতার ওপর ‘নজর’ রাখছে সঞ্জয়। ওই দিন বেলা ১১টার সময় চেস্ট মেডিসিন ওয়ার্ডে ঢুকেছিল সে। সেই সময় নির্যাতিতা ছাড়াও আরও ৪ জন জুনিয়র ডাক্তার সেখানে ছিলেন। তাঁদের দিকে রীতিমতো ‘হাঁ করে’ তাকিয়ে ছিল অভিযুক্ত। তার পরের দিনই ভোর রাতে ওই পাশবিক অত্যাচার চলে তরুণী চিকিৎসকের উপর৷ নির্মম ভাবে খুন করা হয় তাঁকে৷