কলকাতা: সন্তান হারানোর শোক পাথরের মতো বুকে চেপে বসেছে তাঁদের৷ এখনও দগদগে ক্ষত৷ সেই ভয়ঙ্কর স্মৃতি চোখ থেকে মুছে ফেলতে পারছেন না আরজি করের নির্যাতিতার বাবা-মা৷ সেদিন হাসপাতালে গিয়ে কী অবস্থায় মেয়েকে দেখেছিলেন তাঁরা? সেই বর্ণনা করতে গিয়ে গলা ধরে এল নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের৷ একইসঙ্গে জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন তাঁরা। নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন, ‘‘উনি বিচার চাইছেন, কীসের জন্য? উনি তো কিছুই করছেন না…৷”
গত ৯ অগাস্ট সকালে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। সেখানে গিয়ে কী অবস্থায় দেখেছিলেন মেয়ের দেহ? ভয়ঙ্কর সেই মুহূর্তের বর্ণনা দিতে দিয়ে গলা ধরে আসে তিলোত্তমার বাবার। তিনি বলেন, “১১টা নাগাদ আমাদের কাছে ফোন আসে। আমাদের জানানো হয়, ও আত্মহত্যা করেছে। আমরা ১২টার সময় হাসপাতালে গিয়ে পৌঁছাই। কিন্তু তখনই আমাদের দেহ দেখতে দেয়নি৷ বসিয়ে রাখা হয়৷ যখন দেখলাম..”
ওই মুহূর্তের বর্ণনা দিয়ে তরুণী চিকিৎসকের বাবা বলেন, “আমিই শুধু জানি ওঁর দেহ দেখার পর আমার ওপর দিয়ে কী যাচ্ছিল।” এটুকুই বলতে পারে, “আমরা সব হারিয়েছি। আর কিচ্ছু নেই৷ আমরা শুধু সুবিচার চাই।”