Sandip Ghosh Arrests
আরজি কর কাণ্ডে ক্রমশ ভরসা জোগাচ্ছে সিবিআই। এবার তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেও সিবিআই গ্রেফতার করল সন্দীপ ঘোষকে। সেই সঙ্গে টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই। বলাবাহুল্য সিবিআইয়ের এই তৎপরতায় খুশি রাজ্যবাসী।
সন্দীপকে জিজ্ঞাসাবাদ (Sandip Ghosh)
সিবিআই বারবার সন্দীপকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। সেই সময় সন্দীপ বার বার সিজিও কমপ্লেক্সে গিয়েছেন, আবার রাতে বাড়ি ফিরে গিয়েছেন। সেই দৃশ্য দেখে একটা সময় রাজ্যবাসী ক্লান্ত হয়ে গিয়েছিল। এরপর আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু মূল মামলায় কেন শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পর আরও কাউকে গ্রেফতার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন ওঠে সব মহল থেকে। কিন্তু সিবিআই আধিকারিকরা নিজেদের দায়িত্বে অবিচল ছিলেন। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ক্রমশ তারা তদন্তের আরও গভীরে ঢুকতে শুরু করে। খোসা যত ছাড়ানো হয়েছে ততই নিত্য নতুন তথ্য উঠে এসেছে।
তথ্য প্রমাণ লোপাটে টালা থানার ওসি
এরপরই সিবিআই নিশ্চিত হয় যে ঘটনার পর সেমিনার হলের তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তদানীন্তন ওসি অভিজিৎ মণ্ডল-সহ অনেকেই। তাই ধর্ষণ ও খুনের মূল মামলাতেও সন্দীপ এবং অভিজিৎকে গ্রেফতার করতে আর দ্বিধা করেনি সিবিআই।
অস্বস্তি বাড়ল তৃণমূলের
বলাবাহুল্য এই গ্রেফতারিতে নতুন করে অস্বস্তি বাড়ল তৃণমূলের। কারণ প্রথম থেকেই কলকাতা পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠতে শুরু করে। যা অস্বীকার করে কলকাতা পুলিশ। কিন্তু এখন তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে সেই অভিযোগ মান্যতা পেয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
জোড়া গ্রেফতারিতে শোরগোল (CBI)
অর্থাৎ ‘ডাল মে কুছ কালা হ্যায়’ বলে যে প্রশ্ন তুলেছিল গোটা রাজ্য, সেটাই প্রমাণ হতে চলেছে বলে সবাই মনে করছেন। এবার কিন্তু গোটা বিষয়টি নিয়ে জবাব দিতে হবে লালবাজারকে। সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের যে পদত্যাগের দাবি উঠেছিল নানা মহল থেকে, সেই দাবিতে নতুন করে যে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হবে, সে কথা বলাই যায়। সবমিলিয়ে শনিবারের জোড়া গ্রেফতারিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য জুড়ে।
আরও পড়ুন-
সন্দীপের আরও সম্পত্তির খোঁজ মিলল, এবার কোন জেলায়?
জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য এবার ব্যবস্থা নেবে?
জুনিয়র চিকিৎসকদের এই মোক্ষম প্রশ্নের আদৌ কোনও জবাব আছে..
বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়, মমতার রাতের ঘুম কেড়ে নিয়েছেন…
বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ! উঠছে বহু প্রশ্ন, উত্তর…
Politics: Sandip Ghosh Arrests. The CBI has arrested Sandip Ghosh, former principal of R.G. Kar Medical College, and the former OC of Tala police station in connection with the rape and murder of a young doctor. The arrests have sparked widespread debate and raised questions about the role of local police in the case.Note: This meta description is under 250 characters and provides a concise overview of the article.