জেলায় জেলায় আরজি করের প্রভাব কতটা? কতটা ক্ষুব্ধ মানুষ? খবর নিচ্ছে তৃণমূল

আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য (RG Kar case) কলকাতা:  আরজিকর কাণ্ডের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। সাধারণ মানুষ নিয়মিত বিচার চাই স্লোগান তুলে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ…

Mysterious Circumstances Surrounding the Student's Death

আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য (RG Kar case)

কলকাতা:  আরজিকর কাণ্ডের জেরে উত্তাল রাজ্য রাজনীতি। সাধারণ মানুষ নিয়মিত বিচার চাই স্লোগান তুলে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছেন। তবে বহু ক্ষেত্রেই সাধারণ মানুষের অভিযোগের তির রয়েছে শাসক তৃণমূলের দিকে। বিচারের দাবির পাশাপাশি নানাভাবে শাসকদলকে বিদ্ধ করছে আমজনতা। (RG Kar case)

তৃণমূলের বিরুদ্ধে লাগাতার প্রচার চলছে

বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে লাগাতার প্রচার চলছে। এই পরিস্থিতিতে জেলায় জেলায় আরজিকর কাণ্ডের প্রভাব কতটা পড়েছে সাধারণ মানুষের মধ্যে, তা বোঝার জন্য কাজ শুরু করে দিয়েছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ‘আইপ্যাক’। এই সংস্থার প্রতিনিধিরা জেলায় জেলায় ঘুরে তথ্য সংগ্রহ করছেন। সংস্থা সূত্রে জানা গিয়েছে, মূলত আরজি কর কাণ্ডের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলিতে। গ্রাম বা প্রত্যন্ত গ্রামে এর প্রভাব তেমনটা নেই বললেই চলে, অন্তত এমনটাই মনে করছেন ‘আইপ্যাক’-এর প্রতিনিধিরা।

তৃণমূলের চিন্তা আরজি কর কাণ্ডের প্রভাব ভোটবাক্সে পড়ে কিনা!

তৃণমূলের চিন্তা আরজি কর কাণ্ডের প্রভাব ভোটবাক্সে পড়ে কিনা সেটা নিয়েই। বিষয়টি নিয়ে অসম্ভব উদ্বিগ্ন শাসক দল। কারণ সাধারণ মানুষের আন্দোলন কার্যত সরকার বিরোধী তকমা নিয়েছে। তাই গ্রামবাংলায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ শুরু করে দিয়েছেন আইপ্যাক-এর প্রতিনিধিরা। আইপ্যাক সূত্রে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের গ্রামাঞ্চলে আরজিকর কাণ্ডের তেমন প্রভাব পড়েনি। তাই অন্যান্য জেলার গ্রামাঞ্চলেও ছবিটা কমবেশি একই রকম বলে তারা মনে করছে। এই সংক্রান্ত তথ্য দলের সর্বোচ্চ পর্যায়ের কাছে আইপ্যাক পৌঁছে দিয়েছে বলে খবর। যদিও তৃণমূলের অন্দরে ভিন্ন মতও রয়েছে।

তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে বাংলা?

তৃণমূল নেতাদের একাংশ মনে করছেন, গ্রামবাংলার মানুষ হয়ত প্রকাশ্যে প্রতিবাদ করছেন না। কিন্তু মনে মনে তাঁদের একাংশ তৃণমূলের বিরুদ্ধে চলে গিয়েছেন। আসলে তাঁরা প্রকাশ্যে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন বলেই চুপ করে রয়েছেন। অনেকে আবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে যাতে বঞ্চিত হতে হয় সেই ভয়ে প্রতিবাদ করছেন না বলেও তৃণমূলের সেই অংশ মনে করছেন। তাই আইপ্যাক সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে তার বাস্তবতা কতটা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আরও পড়ুন- 

জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য এবার ব্যবস্থা নেবে? 

জুনিয়র চিকিৎসকদের এই মোক্ষম প্রশ্নের আদৌ কোনও জবাব আছে

বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়, মমতার রাতের ঘুম কেড়ে নিয়েছেন

বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ!

Politics: RG Kar case has triggered widespread protests against the Trinamool Congress in West Bengal. With public sentiment turning against the government, the party has ordered a survey to gauge the extent of the damage.