নিজামে ঢুকতেই কান্নায় ভেঙে পড়লেন সন্দীপ! CBI হেফাজতে কেমন আছেন RG Kar-এর প্রাক্তন অধ্যক্ষ?

কলকাতা: আরজি কর-কাণ্ডে সোমবার রাতে গ্রেফতার হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ এর পরই কার্যত ভেঙে পড়েন তিনি৷ সিজিও দফতরে জিজ্ঞাসাবাদের সময়ই চোখ ছলছল করছিল…

RG Kar Hospital scandal Arrest of Sandip Ghosh

কলকাতা: আরজি কর-কাণ্ডে সোমবার রাতে গ্রেফতার হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ এর পরই কার্যত ভেঙে পড়েন তিনি৷ সিজিও দফতরে জিজ্ঞাসাবাদের সময়ই চোখ ছলছল করছিল তাঁর৷ সেখান থেকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়ার সময় তাঁকে প্রশ্ন করা হলে মাথা নিচু করে গাড়ির মধ্যে সিবিআই আধিকারিকদের মাঝে বসে থাকতে দেখা যায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। দুর্নীতি দমন শাখার দফতরে পৌঁছনোর পর রীতিমতো কান্নায় ভেঙ্গে পড়েন সন্দীপ ঘোষ।

 

আরজি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতি সংক্রান্ত মামলায় গতকাল রাতেই গ্রেফতার হন আরজি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ৷ গ্রেফতার করা হয় তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকেও৷