RG Kar New Anthem
কলকাতা: আরজি কর কাণ্ডে প্রতিবাদ, আন্দোলন, রাত দখলে অরিজিৎ এর “আর কবে” গান থেকে অ্যান্থেম হয়ে উঠল কি? এই প্রশ্নটা যথেষ্ট বোকা বোকা। কারণ, আরজি কর হাসপাতালে অন ডিউটি একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর থেকে যেভাবে গোটা বাংলায় আগুন জ্বলেছে, গোটা দেশ তোলপাড় হয়েছে, বিদেশেও এর আঁচ পড়েছে, আর তার মাঝে অরিজিৎ এর প্রতিবাদের ভাষা হিসেবে ‘আর কবে’ মুখে মুখে ছড়িয়েছে তাতে এবিষয়ে কোনো সন্দেহ বা দ্বিধা থাকার কথা নয় যে এটা শুধু সিম্পল গান নয়। ‘আর কবে‘ এক্সেপশনাল। ব্যাতিক্রমী।
Arijit Singh new song
গান তো এই একটা নয়। প্রতিবাদ এর অনেক স্তোত্র, অনেক গান আছে। কিন্তু সেগুলো অ্যান্থেম হতে পারেনি। তাহলে কি শুধুই গায়ক হিসেবে অরিজিৎ সিং এর জনপ্রিয়তা যে গগন চুম্বী স্রেফ সেই কারণেই তাঁর লেখা ও সুর দেওয়া গানটা আরজি কর আন্দোলনের অ্যান্থেম হয়ে উঠল? না, সমাজের সর্বস্তরের মানুষ, যারা এই গানের মধ্য দিয়ে নিজেদের প্রতিবাদের প্রতিফলন ঘটাতে পেরেছেন, তারা কিন্তু বলছেন অন্য কথা। শুধু অরিজিৎ সিং ব্র্যান্ড হিসেবে নয়। অরিজিৎ এর নেম, ফেমের জন্য নয়। এই গানের ছত্রে ছত্রে যেভাবে ‘অসহ্য অবিচার’ এর কথা উল্লেখ রয়েছে। তেমনি ‘নিরুপায়’ ‘অসহায়’ রা জায়গা পেয়েছেন। এই প্রশ্নও রয়েছে গানের ভেতর যে, ‘আর কবে শির উঠে দাঁড়াবে’।
Bengali song Aar Kobe
একইসঙ্গে আলোর পথে চালিত করেছে “আর কবে”। অরিজিৎ লিখেছেন, ‘অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা।’ শুধু তাই নয়। ‘চিত্ত স্বাধীন হবে’, ‘ফের ঘুরে দাঁড়াবে’ এমন অঙ্গীকার ও রয়েছে এই গানের লিরিক্সে। আর তাই হয়তো যখন বাংলায় প্রতিবাদের এত গান লেখা হয়েছে কিন্তু তারপরেও সে অর্থে অ্যান্থেম খুঁজে পাওয়া শক্ত, তখন অতি সাম্প্রতিক এবং অবশ্যই প্রাসঙ্গিক ‘আর কবে’ গানটা আন্দোলনরত হাজার হাজার মানুষের হৃদয় ছুঁতে পেরেছে।
Arijit Singh RG Kar song
শুধু বাংলা নয়, বিদেশের মাটিতেও শক্ত প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে ‘আর কবে’। কলকাতা থেকে লন্ডন, সব মিলেমিশে একাকার। আর জি কর কাণ্ডে তিলোত্তমার বিচার চেয়ে অরিজিৎ সিং এর বাঁধা গান দিনে দিনে প্রতিবাদী মানুষের মনের কথা হয়ে উঠেছে।
‘Aar Kobe‘ by Arijit Singh
স্বদেশী আমলে ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গেয়ে ঘুরত তরুণেরা। খুব জনপ্রিয় ছিল মিঠু সুরে বাধা রজনীকান্তের সেই গান। কিন্তু তা কী অ্যান্থেম? রবীন্দ্রনাথের কীর্তনঙ্গে বাঁধা বাংলার মাটি বাংলার জল ও ছিল একই রকম গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সংগ্রামে প্রবল উদ্দীপনা জাগিয়েছিল নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট। প্রায় একই সময়ে মুকুন্দ দাসও গ্রাম বাংলা মাতিয়ে বেড়াচ্ছেন ভয় কি মরণে কিম্বা তোর মরা গাঙে বান এসেছে গেয়ে। অর্থাৎ কোনো একটা গানকে আলাদা ভাবে বেঁছে নেওয়া কঠিন। একই কথা গণনাট্যের স্বর্ণযুগের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন সলিল চৌধুরীর সৃজনশীলতা তুঙ্গ স্পর্শ করেছে। কিন্তু, ‘আর কবে’ গানটার কাঠামোর মধ্যেই এমন কিছু সাংগীতিক কৌশল আছে, যা তাঁকে অ্যান্থেম হয়ে উঠতে শুরু সাহায্য করেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
RG Kar Kolkata new anthem Arijit Singh song Aar Kobe
এটা তো ঠিক গানটার মধ্যে সাবেকি গণসংগীতের একটা হালকা আদল আছে, তাকে বাঁধা হয়েছে মার্চিং সং এর ধাঁচে। আর বাঙালীর কাছে মার্চিং সং এর দর চড়া। যে কারণে ‘উই শ্যাল ওভার কাম’ এর মতো ধীর লয়ের গান ও হয়ে উঠেছে দ্রুত লয়ের কুচকাওয়াজ। ‘আমরা করব জয়’। এই উই শ্যাল ওভার কাম ও আরজি কর আবহে মুখে মুখে ফিরেছে। যা কিনা আদতে ছিল এক খ্রিস্টিয় স্তোত্র। যার আরও সঠিক পরিচয় ‘গসপেল’ হিসেবে। কিন্তু অরিজিৎ এর আর কবে আরও বিশেষ হয়ে উঠেছে এই আবহে, কারণ প্রতিবাদ এর গানের যে পরম্পরা চলে এসেছে দীর্ঘ দিন ধরে তার থেকে খুব আলাদা নয়। সুর বা তাল নিয়েও খুব বেশি এক্সপেরিমেন্ট করেননি অরিজিৎ। ফলে যে কোনো কন্ঠে খুব সহজেই আপন করে নেওয়া গেছে এই গানকে। এর জন্য গান শেখার দরকার পড়বেনা। আর অবশ্যই তুরুপের তাস এর মতো কাজ করেছে দুটো শব্দ। “আর কবে”!
সমবেত কন্ঠে ফিরে ফিরে আসা “আর কবে” আন্দোলিত করে মনকে, হৃদয়কে। স্লোগানের মতো উচ্চারিত হতে থাকা এই প্রশ্ন এড়ানো যেন বড়ই কষ্টসাধ্য।
আরও পড়ুন-
বৃহস্পতিবার কেমন থাকতে পারে NIFTY ও BANK NIFTY-র অবস্থা?
জম্মু-কাশ্মীর নির্বাচনে বিজেপির ক্ষমতা দখল কঠিন কেন? Jammu Kashmir Assembly Elections
পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাল ডিভিসি, ‘ম্যান মেড বন্যা’! Man-made flood
RG Kar-এর CCTV ফুটেজে ওঁরা কারা? খুঁজছে CBI