RG Kar কাণ্ডে বাংলাদেশ পাকিস্তানের আইপি অ্যাড্রেস থেকে ভুয়ো ইনফো?

কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। আগুনে ঘি ঢালছে বাংলাদেশ পাকিস্তান? কিন্তু, আচমকাই এই প্রশ্নটা উঠছে কেন? সোশ্যাল মিডিয়ায় এই আরজিকর ইস্যুতে যাঁরা ভুয়ো খবর,…

Picsart 24 08 22 14 05 07 048

কলকাতা: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য। আগুনে ঘি ঢালছে বাংলাদেশ পাকিস্তান?

কিন্তু, আচমকাই এই প্রশ্নটা উঠছে কেন? সোশ্যাল মিডিয়ায় এই আরজিকর ইস্যুতে যাঁরা ভুয়ো খবর, রটনা, গুজব বা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কড়া হচ্ছে পুলিশ। এছাড়াও নির্যাতিতার ছবি প্রকাশ ঘিরেও কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। পশ্চিমবঙ্গ তো বটেই, তার বাইরেও বহু রাজ্যের বেশ কয়েকজনের কাছে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে গিয়েছে কলকাতা পুলিশের নোটিস। না, এখানেই শেষ নয়। পশ্চিমবঙ্গ সহ, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান মিলিয়ে মোট ২৮০ জনের কাছে, আরজি কর ইস্যুতে, নির্যাতিতার ছবি প্রকাশ, গুজব ছড়ানো ও ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে গিয়েছে কলকাতা পুলিশের নোটিস। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়ার’ রিপোর্ট অনুযায়ী, পুলিশ বলছে, কিছু ভুয়ো রটনা ও গুজব যা উস্কানির কাজ করছে, তার সূত্র খুঁজতে গিয়ে তার আইপি অ্যড্রেস পাওয়া গিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানে। জানা যাচ্ছে, ওই আইপি অ্যাড্রেস দিয়ে তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেখান থেকে ভুয়ো পোস্ট ছড়ানো হয়, বলছে রিপোর্ট। সেই সময় ভুয়ো রটনা ছড়ানোর জন্যই এই আইপি অ্যাড্রেস তৈরি হয়। পুলিশ বলছে, মানুষকে আরও বেশি করে উস্কানি দিতে ও তদন্তে জটিলতা বাড়াতে, এইসব পোস্ট করা হয়েছে।