কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য৷ লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা৷ এরই মাঝে বৃহস্পতিবার আরজি করে দেখা গেল বোমাতঙ্ক৷ হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি ডাকা হয় বম্ব স্কোয়াড৷ (RG Kar Hospital bomb scare)
পরে থাকা ব্যাগ ঘিরে আতঙ্ক
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও আরজি কর হাসপাতালে চত্বরে অবস্থানমঞ্চে বসেছিলেন জুনিয়র ডাক্তারদের একাংশ। হঠাৎ মঞ্চের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যাগটি কার বা কোথা থেকে এল, তার কোনও খোঁজ মেলেনি৷ বার বার জিজ্ঞাসা করার পরেও কারও কাছ থেকে কোনও জবাব না মেলায় উদ্বেগ বাড়তে থাকে৷ ব্যাগটিতে বোমা রয়েছে বলে আতঙ্ক ছাড়ায়। অনেকেই অবস্থানমঞ্চ থেকে দূরে সরে যান৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে৷
Bengal- State in turmoil over the rape and murder of a young doctor at RG Kar Hospital. Junior doctors continue protests. Bomb scare on Thursday as a suspicious bag causes panic. Bomb squad called in. Stay updated with the latest developments. RG Kar Hospital bomb scare.