কলকাতা: আরজি কর হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এবার নাম জড়াল তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডের, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। আরজি কর মেডিক্যালের হাউস স্টাফ আশিস পাণ্ডে।
কিন্তু ঘটনার দিন তাঁকে দেখা যায়নি বলেই দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, ঘটনার দিন সল্টলেকের একটি হোটেলে ছিলেন আশিস। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। পরের দিন হোটেল থেকে বের হন এই তৃণমূল ছাত্র নেতা। আরজি করে এতবড় ঘটনার পরেও হাসপাতালে না এসে কেন আশিস হোটেলে বান্ধবীকে নিয়ে ছিলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন ? সিবিআই সূত্রে দাবি, তৃণমূলের বিধায়ক চিকিৎসক আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ডস নিয়ে তৎপর সিবিআই। জানা গিয়েছে, সেই কল ডিটেইলস থেকেই আশিস পাণ্ডের নাম প্রকাশ্যে আসে। এদিন ভিজিটর্স বুক নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন হোটেলের কর্মীরা। সিবিআইয়ের নোটিসে উল্লেখ করা হয়েছে, অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর।
সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যেই আশিস পাণ্ডেকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তের প্রয়োজনে একাধিক মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। সেখানেই দেখা যায়, একটা মোবাইল থেকে সল্টলেকের হোটেলে বুকিং করা হয়েছিল। আপাতত সবদিক তদন্ত করে দেখছে সিবিআই।
বাংলাদেশ থেকে উঠে গেল দুর্গাপূজো? ‘টিট ফর ট্যাট নীতি’ মোদী সরকারের
পৃথিবী থেকে ছিটকে গেল লেবানন? গাজার ডিটো! টোটকা জানে ইসরাইল?
প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য? ৭ দাবিতে চিঠি জুনিয়র ডাক্তারদের
ধর্মতলা চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের! নাগরিক আন্দোলন বন্ধ করতে পদক্ষেপ?
জামিন ইস্যুতে কেজরিওয়ালে এক রকম, আর অনুব্রতে ইডির অন্য পদক্ষেপ! ‘সেটিং’ নাকি?
বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বিজেপির মুখে আবার এনআরসি হুঁশিয়ারি!
রামমন্দিরের পর আরেকটা সেন্সিটিভ ইস্যু! ভোটে জিততে বিজেপির নতুন হাতিয়ার
জমিনে বাইরে আসা অনুব্রতর কতটা গুরুত্ব থাকবে তৃণমূলে?
আরজি কর কাণ্ডে এবার সিবিআই রাডারে টিএমসিপি নেতা! শীঘ্রই ডেকে জিজ্ঞাসাবাদ?