কলকাতা: আরজি কর-কাণ্ডে গর্জে উঠেছে গোটা দেশ৷ ‘সারা বাংলা জুড়ে একাটই রব- ‘উই ওয়ান্ট জাস্টিস’৷ সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ঝরে পড়েছে একরাশ ক্ষোভ৷ ‘ন্যক্কারজনক ভূমিকার’ জন্য কাঠগড়ায় তোলা হয়েছে উর্দিধারীদের। এই পরিস্থিতিতে দু’টি স্লোগান রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ সেই সঙ্গে উঠেছে বিতর্কের ঝড়ও৷
সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে দুটি স্লোগানে-‘পুলিশ তুমি যতই মারো, তোমার মেয়েও হচ্ছে বড়’ আর ‘পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়।’ তবে অনেকে প্রশ্ন তুলেছেন, অন্যায়-অপরাধের প্রতিবাদ করতে গিয়ে একটি নির্দিষ্ট পেশার মানুষের কন্যা-সন্তানজের উদ্দেশে কি একথা বলা ঠিক? বিচার চাওয়ার মধ্যে কেন জ্বলে উঠবে প্রতিহিংসা স্পৃহা?
আবার একটা অংশ বলছে, আন্দোলনের ধর্ম অন্যায়ের প্রতিবাদ করা, নির্দিষ্ট অংশের কোনও শিশু-মহিলাদের প্রচ্ছন্নে ‘হুমকি’ দেওয়া নয়। তবে এর পাল্টা দাবি, পুলিশ তো ন্যায় করেনি। তাঁদের বাড়ির মেয়ের সঙ্গে এ রকম ঘটনা ঘটলে কি এভাবেই তারা ‘নিষ্ক্রিয়’ থাকতে পারতেন?