অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে খোঁচা রুদ্রনীলের, রচনা করলেন ‘অনুমাধব ৩’

অনুব্রতর দিল্লিযাত্রা নিয়ে খোঁচা রুদ্রনীলের, রচনা করলেন ‘অনুমাধব ৩’

কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে চলে গিয়েছে ইডি। মঙ্গলবার গভীর রাতেই তাঁকে ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন সকাল থেকে তাঁকে জেরা করাও শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এই ‘পরিণতি’ নিয়ে তাঁকে কটাক্ষ করে ইতিমধ্যেই প্যারোডি কবিতা লিখে ফেলেছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর প্যারোডি সিরিজের নাম অনুমাধব। এর আগেও দুটি প্যারোডি রচনা করেছিলেন তিনি। 

আরও পড়ুন- রাবড়ীর পর লালু, চাকরির বিনিময়ে জমি নেওয়ার মামলায় সিবিআইয়ের মুখে

রুদ্রনীল নতুন যে ভিডিও শেয়ার করেছে তাতে তিনি মুখে রঙ মেখে এবং হাতে রঙের থালা নিয়ে আছেন। বোঝাই যাচ্ছে, দোলের দিন অনুব্রতর দিল্লিযাত্রাকে আরও কটাক্ষ করতেই তাঁর এই রঙ নিয়ে বসা। নিজের কবিতা আবৃতির মধ্যে দিয়ে তিনি অনুব্রত মন্ডলের ‘শুঁটিয়ে লাল করে দেব’ থেকে ‘চড়াম চড়াম গুড়বাতাসা’র মতো হিট ডায়লগ মনে করিয়ে দেন। একই সঙ্গে এও মন্তব্য করেন যে, তাঁর দলের কেউই আর তাঁর পাশে নেই। রুদ্রনীলের কথায়, একসময় এই তৃণমূল নেতা পুলিশকেও শাসিয়েছেন, কিন্তু পুলিশ মন্ত্রী তাঁর মাথায় অক্সিজেনের অভাবের কথা বলে পাশ কাটিয়েছেন। এছাড়া অনুব্রত মণ্ডলকে ঘিরে ঘটা একাধিক ঘটনার কথা এই প্যারোডির মাধ্যমে বলেছেন বিজেপি নেতা। 

বুধবার সকাল থেকেই তাঁকে জেরা করা শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার মাঝে একবার অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছিল সরকারি হাসপাতালে শারীরিক কিছু পরীক্ষার জন্য। সেখান থেকে ফেরার পর আবার জেরা শুরু হয়েছে। বিচারকের নির্দেশে অনুব্রতের আইনজীবী তাঁর সঙ্গে রোজ দেখা করতে পারবেন, জেরার সময় উপস্থিতও থাকতে পারবেন। আগামী ১০ তারিখ পর্যন্ত অনুব্রত ইডি হেফাজতেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + thirteen =