কলকাতা: দিল্লির রাউস এভিনিউ আদালত জানিয়েছিল, গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি। সেই রায়ের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল সায়গল। সেখানে আপাতত তাঁর স্বস্তি মিলেছে। কারণ দিল্লি হাইকোর্ট এই ইস্যুতে রায় দিয়ে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। অর্থাৎ এখনই সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন : দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, চাপ বাড়ল সায়গলের
গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল ইডি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ইডি যুক্তি দিয়ে জানিয়েছিল, যেহেতু মূল মামলা নয়াদিল্লির এবং অফিসাররা নয়াদিল্লি থেকেই আসছেন তদন্ত করতে, তাই সায়গলকে নয়াদিল্লিতে নিয়ে গিয়ে হেফাজতে নেওয়া দরকার। তবে এই যুক্তি সহজে মানতে চায়নি কলকাতা হাইকোর্ট। কিন্তু দিল্লির আদালতের রায় পাওয়ার পর তৎপরতা শুরু করে ইডি। যদিও সঙ্গে সঙ্গে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সায়গল। সেখানে ২৪ ঘণ্টার জন্য স্বস্তি পেল সে।
আসলে দিল্লি হাইকোর্ট সায়গলের দায়ের করা মামলার শুনানি হতে চলেছে বুধবার। সেই কারণেই আগামীকাল পর্যন্ত এই মামলায় তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না ইডি, এমনটাই জানান হয়েছে। এখন দেখার বুধবারের রায়ে দিল্লি হাইকোর্ট কী জানায়।