দিদির জয় সুনিশ্চিত করতে সল্টলেকে হোম যজ্ঞ

দিদির জয় সুনিশ্চিত করতে সল্টলেকে হোম যজ্ঞ

 

কলকাতা: অন্য দুটি কেন্দ্রের তুলনায় ভবানীপুরে ভোটের হার কম৷ স্বভাবতই উদ্বেগে শাসক দল৷ দিদির জয় সুনিশ্চিত করতে তাই এবার সল্টলেকের দত্তবাগে হোম যজ্ঞ শুরু করলেন তৃণমূল নেতা, কর্মীরা৷

রীতিমতো হিন্দু শাস্ত্র মেনে যেভাবে আর পাঁচটা হোম যজ্ঞ হয়ে থাকে সেভাবেই চলছে জয় কামনায় যজ্ঞের কাজ৷ রয়েছেন তৃণমূল কর্মীরা৷ মায়ের কাছে কর জোড়ে সকলেরই একটাই প্রার্থনা, ‘‘মা গো, দিদিকে জিতিয়ে দাও মা! কারণ, বাংলায় অশুভ শক্তিকে বিনাশ করার ক্ষমতা রয়েছে একমাত্র দিদিরই৷’’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে তৃনমুল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উপ- নির্বাচনে জয়লাভ করতে হবে। তাই ভবানীপুর উপ নির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা৷ তার ওপর ভোটের হার কম থাকায় বাড়ছে উদ্বেগ৷ এরই মাঝে উপ- নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক লক্ষের বেশি ব্যবধানে জয়ের লক্ষ্যে এবং অশুভ শক্তি বিনাশের প্রার্থনায় সল্টলেকের দত্তবাদে কালী মন্দিরে যজ্ঞের আয়োজন করলেন তৃণমূলের নেতা, কর্মীরা৷

নেতৃত্বে ছিলেন বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত এবং ওয়ার্ড তৃনমুল কর্মী সমর্থকরা। পুরোহিত দিয়ে রীতি মেনে যজ্ঞ করা চলছে৷ নির্মলবাবু বলেন, ‘‘উপ নির্বাচনে ভোট দেওয়ার প্রবণতা অনেকের থাকে না৷ আবার অনেকেই ভাবেন, একটা ভোটে কি এসে যায়৷ দিদিতো এমনিতেই জিতবে৷ এই সব ধারণা ঠিক নয়৷ সকলেরই ভোট দানে অংশ নেওয়া উচিত৷ দিদি নিজেও বলেছেন তিনি সকলের আর্শীবাদ চান৷ তাই দিদির যাতে এক লক্ষের ব্যবধানে জয় সুনিশ্চিত হয়, তাই এই আয়োজন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =