‘খুনের রাজনীতি গণতন্ত্র নয়, মায়ের আর্তনাদ শুনুন’, মমতাকে বিঁধলেন সম্বিত

‘খুনের রাজনীতি গণতন্ত্র নয়, মায়ের আর্তনাদ শুনুন’, মমতাকে বিঁধলেন সম্বিত

কলকাতা:  প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারে সম্বিত পাত্র৷ তাঁকে ঘিরে উঠল জয় বাংলা স্লেগান৷ পাল্টা জয় শ্রীরাম ধ্বনি বিজেপি’র৷ সম্বিত বলেন, বাংলার বাধার মুখে লড়াই করছে বিজেপি৷ এটা সাধারণ কোনও লড়াই নয়৷ বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে৷ তার পরেই আমাদের কর্যকর্তারা এখানে দিন রাত এক করে ন্যায়ের জন্য লড়াই করছে৷ এটা বিজেপি’র লড়াই নয়৷ এটা মানবতার লড়াই৷ 

আরও পড়ুন- খরচ কোটিতে! উপনির্বাচনের ব্যয় নিয়ে আদালতে প্রশ্নের মুখে কমিশন

তোপ দেগে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেমন মা৷ যে রাজ্যে সন্তানের সামনে তাঁরে ৬২ বছরের মাকে ধর্ষণ করা হয়৷ মায়ের সামনে সন্তানকে খুন করাচ্ছে৷ একজন মায়ের ‘হায়’ কী ভাবে সামলাবেন? ক্ষমতা দখলের জন্য কাউকে খুন করাটা রাজনীতি নয়৷ এটা অমানবিকতা৷ এটা গণতন্ত্রের হত্যা৷ বিরোধী কর্মীদের মায়ের কোল খালি হচ্ছে৷ ভোটের ফল যাই হোক, মুখ্যমন্ত্রী মায়ের আর্তনাদ শুনুন৷ খুনের রাজনীতি গণতন্ত্র নয়৷ মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা, রাজ্যের মানুষ যেন দুর্গতি থেকে রক্ষা পায়৷ 

সম্বিত পাত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে দেশের সংবিধান রক্ষার কথা বললেও উনি সব সময় বিপরীত কাজ করেছেন৷ রাজ্যের কোনও মামলা আদালতে গেলে উনি পরাজিত হন৷ নন্দীগ্রাম নিয়েও উনি কোর্টে গিয়েছেন৷ এর আগে দুর্গা পুজোর বিসর্জন নিয়ে কোর্টে গিয়েছিলেন৷ সেখানেও হারতে হয়েছে৷ এর পর মুখ্য সচিব যে ভাবে চিঠি লিখে কমিশনকে বলেছিলেন, ভবানীপুরে উপনির্বাচন না হলে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে, তাতে আদালতও অসন্তুষ্ট৷ আদালত আজ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন, এখানে জয়ী প্রার্থীকে সরিয়ে দ্বিতীয়বার টাকা খরচ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হল কেন? এর থেকেই প্রমাণিত দেশের সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গুরুত্বপূর্ণ নয়৷ মানুষ পয়সার কোনও দাম নেই তাঁর কাছে৷ নিজের ক্ষমতা ছাড়া উনি কিছু বোঝেন না৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 9 =