Sandip Ghosh
কলকাতা: অবশেষে আরজি কর কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ। (Sandip Ghosh)
জিজ্ঞাসাবাদের ১৫ দিনের মাথায় এবং আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ২৬ দিনের মাথায়
সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য,সব মিলিয়ে ১৫০ ঘণ্টা মতো জেরা করা হয়েছে তাঁকে। মাঝে একদিন তাঁর বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। সেদিন অবশ্য সন্দীপকে আর সিজিও কমপ্লেক্সে আসতে হয়নি। কিন্তু তারপর দিন থেকে শুরু হয় আবার। অবশেষে এই শনিবার ও রবিবার সেই ‘নিয়মে’ ছেদ পড়ল। শনিবার ও রবিবার সন্দীপকে সিবিআই দফতরে আসতে দেখা যায়নি।
তিনি হাজিরা এড়িয়েছেন নাকি তাঁকে ডাকাই হয়নি, তা অবশ্য স্পষ্ট নয়। তবে, তাঁকে জিজ্ঞাসাবাদ যে বন্ধ হয়নি, তা স্পষ্ট হয়ে গেল সোমবার। ‘নিয়ম’ মতো সোমবার সকালে ফের সিজিও কমপ্লেক্সে চলে এলেন সন্দীপ ঘোষ। কিন্তু অন্যান্য দিনের মতো এদিন রাতে আর বাড়ি ফেরা হলো না। এদিন সন্ধ্যায় সিজিও কমপ্লেক্স থেকে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারেরা সন্দীপ ঘোষকে গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে আসেন। ষতাহলে কি সোমবারই গ্রেফতার হবেন সন্দীপ ঘোষ? পারদ চড়ছিল চড়চড়িয়ে। তারপরেই সূত্র মারফত খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে। (Sandip Ghosh)