কলকাতা: সন্দীপ ঘোষকে সপাটে চড়!
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের দুর্নীতি মামলায় গ্রেফতারির পরে মঙ্গলবার তাঁকে আলিপুর কোর্টে তোলা হয়। শুনানির শেষে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে যখন আদালত থেকে বের করা হচ্ছিল, তখন আশপাশে থিকথিকে ভিড় ছিল। মূলত সন্দীপের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। সেইসময় পিছন দিক থেকে এক ব্যক্তি চাঁটি মারেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে। তারপর তাঁকে গাড়িতে তুলে দেয় সিবিআই।
যিনি একটা সময় বাউন্সার নিয়ে ঘুরতেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে তাঁর আশপাশে কেউ ঘেঁষতে পারতেন না। একটা বলয় তৈরি করে রাখতেন। অথচ তাঁর কিনা আজ এই পরিস্থিতি!