কলকাতা: সন্দীপ ঘোষের আরও দু’খানা ফ্ল্যাট কলকাতাতেই।
সূত্রের খবর, বেলেঘাটায় যে চারতলা বাড়িতে সন্দীপ ঘোষ থাকেন, তার অদূরেই রয়েছে সন্দীপের আরও দুটি ফ্ল্যাট। তবে নতুন এই দুটো ফ্ল্যাটের বাইরে সন্দীপের নাম পরিচয় কিছু লেখা নেই। বেলেঘাটা আইডি হাসপাতাল সংলগ্ন একটা আবাসনেই এই দুটো ফ্ল্যাট। গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট অফিস হিসেবে ব্যবহার করতেন সন্দীপ। আর তিন তলায় আরেকটা ফ্ল্যাট রয়েছে বলেও জানিয়েছেন কেয়ারটেকার। তবে সেখানে খুব বেশি যেতেন না সন্দীপ ঘোষ। মাঝে মধ্যে গিয়ে থাকতেন। গ্যারাজে রয়েছে ঝাঁ চকচকে গাড়িও। আবাসনের পার্কিং স্পেসে দাঁড় করানো গাড়িতে ন্যাশনাল মেডিক্যাল বা আরজি করের অনেকগুলো ব্যাজ রয়েছে।
উল্লেখ্য, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে একাধিকবার তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অলরেডি ক্যানিং এ সন্দীপের একটা বাংলোর হদিশ পাওয়া মিলেছে। আর এবার শহরেই আরও দুটি ফ্ল্যাটের সন্ধান। যে প্রপার্টিগুলো আপাতত কেন্দ্রীয় এজেন্সির নজরে।