কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশের বিরোধিতায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। মামলার শুনানি হওয়ার কথা শীঘ্রই। তবে তার মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চ দ্বারস্থ হল শীর্ষ আদালতের। তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীই চেয়েছে।
সংগঠনের মূল দাবি, ভোটকর্মীদের নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। সেই দাবি তুলেই সংগ্রামী যৌথ মঞ্চ রবিবার বিবৃতি দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পাশাপাশি, একটি স্মারকলিপি মেল করেছে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। তবে সংগঠনের সদস্যরা আগে থেকেই বুঝে গিয়েছে যে কমিশন তাদের দাবি মানবে না। এই কারণে সোমবারই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি নিয়ে নিয়েছে তারা। মঞ্চের নেতাদের দাবি, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের হিংসার সাক্ষী তারা। চলতি পঞ্চায়েত ভোটে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়ে গিয়েছে। তাই কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট হবে না বলেই দাবি তাদের।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মনোনয়ন প্রত্যাহারের চাপ!নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান,ফুলের মালা,মিষ্টি পাঠিয়ে হুমকি!” width=”853″>
যদিও এখনও পর্যন্ত পুলিশ বা নির্বাচন কমিশনের রিপোর্টে কোনও মৃত্যুর উল্লেখ নেই। তারা জানিয়েছে, অনেক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু কারোর মৃত্যু হয়নি এখনও পর্যন্ত। স্বাভাবিকভাবেই বিরোধী শিবির এই দাবি মানতে রাজি নয়। এছাড়া লাগাতার মারধর, বোমাবাজি, গুলি চালানোর ঘটনাতে তারা শাসক দল তৃণমূলকে বিঁধছে। এই অবস্থায় সুপ্রিম কোর্ট অবশেষে কী রায় দেয় সেটাই দেখার।