RG Kar : নির্যাতিতা গণধর্ষিত নন! কনফার্ম করল সিবিআই?

কলকাতা: আরজি করের নির্যাতিতা গণধর্ষিত নন। সিবিআই জানাতেই আসরে নামল শাসক দল। আরজি কর কাণ্ডে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের। সিবিআই সূত্রের দাবি, আর জি কর কাণ্ডের…

Picsart 24 08 22 14 05 07 048

কলকাতা: আরজি করের নির্যাতিতা গণধর্ষিত নন। সিবিআই জানাতেই আসরে নামল শাসক দল।

আরজি কর কাণ্ডে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের। সিবিআই সূত্রের দাবি, আর জি কর কাণ্ডের তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। সর্বভারতীয় সংবাদমাধ্যম NDTV সিবিআই সূত্রকে উদ্ধৃত করে দাবি করেছে, কলকাতার চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় একের বেশি ব্যাক্তির যুক্ত থাকার কথা নয়। অর্থাৎ নির্যাতিতা গণধর্ষিত নন। CFSL বিশেষজ্ঞরা ডিএনএর বিভিন্ন প্রোফাইলিং করেছেন। সূত্রের খবর, মিলে গেছে অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ। বাজেয়াপ্ত করা জিনিসপত্রের সঙ্গে সঞ্জয়ের ডিএনএ-র মিল পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে, সিবিআই ১০০ টিরও বেশি বিবৃতি রেকর্ড করেছে এবং ১০ টি পলিগ্রাফ পরীক্ষা করেছে, যার মধ্যে হাসপাতালের প্রাক্তন প্রধান ডাঃ সন্দীপ ঘোষও রয়েছে। সিবিআই জানিয়েছে, বিশ্বাস করার কোনও কারণ নেই যে ডাক্তারকে ধর্ষণ ও হত্যার সঙ্গে একের বেশি কেউ জড়িত ছিল।

আর এর পরই সরব শাসকদল তৃণমূল। দলের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ২৪ দিনের নিষ্ক্রিয়তার পর সিবিআই যা জানাল, তা ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুলিস বলে দিয়েছিল। তাঁদের দাবি, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ই একমাত্র অপরাধী। বিজেপির ছড়ানো ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস হয়ে গেছে। দ্রুত চার্জশিট ফাইল করে অভিযুক্তের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হোক। নয়তো নির্যাতিতার সঙ্গে অবিচার হবে।

উল্লেখ্য, NDTV’র দাবি অনুযায়ী, অভিযুক্তের ডিএনএ টেস্টের রিপোর্ট এবং মেডিক্যাল রিপোর্ট পরীক্ষার জন্য দিল্লি এইমসের বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছে সিবিআই। চিকিৎসকদের মতামত জানার পরই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে। আগামী ১৭ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্টে স্টেটাস রিপোর্ট দেবে সিবিআই। সেই স্টেটাস রিপোর্টেই এই সব তথ্য প্রকাশ করা হতে পারে।