কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে কোনও সময়ই যেন নষ্ট করছে না ইডি। এবার তারা গ্রেফতার করল আরও এক তৃণমূল যুবনেতাকে। শুক্রবার সকালে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন শাসক দলের যুবনেতা তথা হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। দিনভর জেরার পর রাতে তাঁকে অবশেষে গ্রেফতার করেছে ইডি। গতকাল বিকেলের পরেই তাঁকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়েছিল।
আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি
এই প্রথমবার শান্তনুকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি। আগেও একাধিকবার তাঁকে তলব করা হয়েছিল। নিয়োগ কাণ্ডে অন্যতম ধৃত আরও এক যুবনেতা কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই শান্তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় বারবার। শুধু তাই নয়, তাঁর বাড়িতে তল্লাশি থেকে শুরু করে, বিভিন্ন সময়ে একাধিক নথি চাওয়া, সবই করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে শুক্রবারই তাঁকে গ্রেফতার করার উপক্রম হয়েছিল। সেই প্রেক্ষিতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদ করার পর শান্তনুকে গ্রেফতার করল ইডি। শুক্রবার বেলা ১১টা ৪০ নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান শান্তনু। রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ তিনি গ্রেফতার হন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রীকে নিশানা SLST চাকরিপ্রার্থীদের! SLST job aspirants stage unique protest in Kolkata” width=”835″>
কিন্তু এই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ? আসলে এই যুবনেতার বাড়ি থেকেই উদ্ধার হয়েছিল ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা। তাঁকে এই বিষয়ে ইডি একাধিকবার প্রশ্ন করে। শুক্রবারও এই বিষয় নিয়ে তাঁর থেকে জানতে চেয়েছিল ইডি। কিন্তু তাঁর কথায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। তাই জন্যই শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় গোয়েন্দারা।