১০ মাস ধরে বন্দি, সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শান্তিপ্রসাদ

১০ মাস ধরে বন্দি, সিবিআই তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শান্তিপ্রসাদ

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যান্য অনেকের মতোই গ্রেফতার হয়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। সেই গ্রেফতারির ১০ মাস প্রায় কেটে যাওয়ার পর এখন তদন্তের গতি-প্রকৃতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সিবিআই তদন্তে যে তিনি খুশি নন, তা স্পষ্ট করেছেন শান্তিপ্রসাদ। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছেন পরোক্ষভাবে। 

বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেখানে সশরীরে হাজিরা দিয়েছেন শান্তিপ্রসাদ সিনহা। মামলার শুনানিতে তাঁর আইনজীবী দাবি করেন, নিয়োগ দুর্নীতির চার্জশিটে অনেকেরই নাম রয়েছে। কিন্তু তাঁদের সকলকে গ্রেফতার করা হচ্ছে না। গ্রেফতারের ক্ষেত্রে ‘বাছাই’ করছে সিবিআই। অর্থাৎ বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। কেন এমন পন্থা নিয়েছে তারা সেই প্রশ্নই তুলেছেন তিনি। এক্ষেত্রে আইনজীবীর সরাসরি অভিযোগ, ‘ইচ্ছাকৃত ভাবে’ সিবিআই তাদের ছাড় দিয়ে রেখেছে। কাউকেই গ্রেফতার করা হচ্ছে না। আদালত অবশ্য এই দাবি শুনে সিবিআই বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে।