গরু পাচার মামলায় অনুব্রতর নামে চার্জশিট CBI-এর , সাক্ষী হিসাবে নাম শতাব্দী রায়ের

গরু পাচার মামলায় অনুব্রতর নামে চার্জশিট CBI-এর , সাক্ষী হিসাবে নাম শতাব্দী রায়ের

কলকাতা: গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা ভাপতি অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট দিয়েছে সিবিআইয়৷ ওই চার্জশিটে সাক্ষী হিসাবে নাম রয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। শতাব্দীর পাশাপাশি সাক্ষী হিসাবে ব্যাঙ্ক ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও কর্মীদের নাম রয়েছে বলেও সূত্রের খবর। 

আরও পড়ুন- পুজো সংখ্যার ক্রেজ কি কমে গিয়েছে বাঙালি পাঠক মহলে? সার্বিক ভাবে সাহিত্য চর্চা কি কমেছে?

গত শুক্রবার গরু পাচার মামলায় আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলের নামে ৩৫ পাতার চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ওই চার্জশিটে সাক্ষী হিসাবে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ তার মধ্যে ৪৬ নম্বরে রয়েছে সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের নাম। ১৬০ নং ধারায় নোটিস পাঠানো হয়েছিল বীরভূমের সাংসদকে। ১৬১ নং ধারায় শতাব্দীর বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় সংস্থা। তার পরই চার্জশিটে সাক্ষী হিসাবে শতাব্দীর নাম উল্লেখ করা হয়। 

যদিও শতাব্দীর সঙ্গে অনুব্রতের সম্পর্ক ‘অম্লমধুর’৷ সে কথা রাজ্য রাজনীতিতে কারও অজানা নয়৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগের জল্পনা উস্কেছিলেন শতাব্দী। কারণ হিসাবে একাংশের কথায় উঠে এসেছেল কেষ্টর নাম। যদিও অনুব্রত গ্রেফতার হওয়ার পর তাঁর পাশে এসেই দাঁড়ান বীরভূমের সাংসদ। খয়রাশোলে তৃণমূলের এক সভায় যোগ দিয়ে শতাব্দী বলেছিলেন, ‘‘আমাদের সকলকে অনুব্রত মণ্ডলের পাশে থাকতে হবে, তাঁকে বোঝাতে হবে আমরা অকৃতজ্ঞ নই। আপনারা তাঁকে পাশে পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, এখন আপনাদেরও তাঁর পাশে থাকতে হবে।’’ এ বার সিবিআইয় চার্জশিটে সাক্ষী হিসাবে উঠে এল সেই শতাব্দীরই নাম।