২২ লক্ষের গাড়ির কথা স্বীকার, টাকার উৎস জানালেন শতরূপ

২২ লক্ষের গাড়ির কথা স্বীকার, টাকার উৎস জানালেন শতরূপ

কলকাতা: তাঁর সীমিত সম্পত্তি নিয়ে কী ভাবে তিনি লক্ষাধিক টাকার গাড়ি কিনতে পারেন সেই প্রশ্নই তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সিপিএম নেতা শতরূপ ঘোষ সাংবাদিক বৈঠক করে কার্যত সেই প্রশ্নের জবাব দিয়েছেন। তাঁর গাড়ি কেনার জন্য টাকা কোথা থেকে এসেছে, কে দিয়েছে তাও খোলসা করেন তিনি। এদিনই আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলন করেছেন শতরূপ। 

আরও পড়ুন- কীভাবে দেশের উচ্চশিক্ষায় জাতপাতের দাপট? উচ্চ শিক্ষার প্রথম ধাপেই কীভাবে ব্রাত্য দলিত?

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় সিপিএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কাছাকাছি। সেই হলফনামার ছবি টুইট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানতে চেয়েছিলেন, শতরূপ ঘোষের সম্পত্তি ২ লক্ষ টাকা। তাহলে সিপিএমের ‘হোলটাইমার’ হয়ে কী ভাবে তাঁর কাছে ২২ লক্ষ টাকার গাড়ি এল। সেই প্রসঙ্গেই জবাব দিয়ে এদিন সিপিএম নেতা জানান, গাড়ি কেনা হয়েছে তাঁর নামে। কিন্তু ওই গাড়ির দাম দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ। এমনকি অল্প কিছু নগদ টাকা দেওয়া হলেও সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে, এমনটাও জানান শতরূপ। একই সঙ্গে কবে, কোন ব্যাঙ্ক থেকে কত টাকা খরচ করা হয়েছে গাড়ি কেনার জন্য সেটাও ব্যাখ্যা করেন তিনি।