বেসুরো সৌমিত্র এড়ালেন দিলীপের বৈঠক, তৃণমূলে ফিরুক স্বামী, চাইছেন সুজাতা

বেসুরো সৌমিত্র এড়ালেন দিলীপের বৈঠক, তৃণমূলে ফিরুক স্বামী, চাইছেন সুজাতা

কলকাতা:  একুশের ভোটে বিপর্যস্ত গেরুয়া শিবির৷ ডবল সেঞ্চুরি করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস৷ আর এর পর থেকেই ‘ভুল স্বীকার’ করে দলে ফেরার হিড়িক পড়েছে দলত্যাগীদের৷ এরই মধ্যে এবার বেসুরো সৌমিত্র খাঁ৷ বাঁকুড়ায় দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তিনি৷ এমনকী জেলা মিডিয়া সেলের গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ৷ শুধু তাই নয়, শনিবার বিকেলে দিলীপ ঘোষের ডাকা সাংগঠনিক বৈঠকেও থাকছেন না তিনি৷ আর এতেই জল্পনার পারদ চড়েছে৷ তবে কি এবার স্ত্রী সুজাতার পথে হাঁটতে চলেছেন সৌমিত্র খাঁ? 

আরও পড়ুন- ‘মন্ত্রিত্ব চাইনি, কামারহাটি পুরসভার প্রশাসক করে দিন, বিধায়ক পদ ছেড়ে দেব’, বিস্ফোরক মদন

শুক্রবার বিকেল জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় শনিবারের বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক হবে৷ উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এর ঠিক পরেই গ্রুপ থেকে বেরিয়ে যান সৌমিত্র৷ যদিও এ প্রসঙ্গে বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘‘ এর সঙ্গে দলত্যাগের কোনও সম্পর্ক নেই৷ একটা গ্রুপ ছেড়েছি মাত্র৷ আমি বিজেপি’র দায়িত্বশীল নেতা৷’’ তিনি আরও বলেন, ‘‘অনেকেই দল ছাড়ার জন্য প্রস্তুত৷ ভোটের আগে তাঁরা দলে এসেছিলেন৷ এখন পরাজিত হয়ে ফের তৃণমূলে ফিরতে চাইছে৷ এতে দলের কোনও ক্ষতি নেই৷’’ তাঁর কথায়, ‘‘অনেক কটি গ্রুপ সামলাতে হয়৷ অসাবধানতায় ভুল হয়ে যেতে পারে৷’’ সৌমিত্রর কথা যদি মেনেও নেওয়া হয়, তাহলে তিনি বৈঠকে যাচ্ছেন না কেন? এখানেই মাথাচাড়া দিচ্ছেন জল্পনা৷ যদিও সৌমিত্রের কথায়, কার্যত লকডাউনকে মান্যতা দিয়ে ১৫ তারিখ পর্যন্ত কোনও বৈঠক করবেন না তিনি৷ 

যদিও সৌমিত্রের ঘনিষ্ঠ মহল বলছে, বিজেপি’র ভরাডুবির মধ্যেও তাঁর এলাকায় রেকর্ড মার্জিনে জয় এসেছে৷ তাই অকারণে কোনও রকম বিবাদে জড়াতে চান না তিনি৷ যদিও সৌমিত্রর কথা শুনে রাজনীতির কারবারিরা বলছেন তিনি ‘বেসুরো’৷ উল্লেখ্য, এক সময় তৃণলূলের লড়াকু সৈনিক ছিলেন সৌমিত্র খাঁ৷ পরে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০১৯-এর লোকসভা ভোটে জয়ী হলে সাংসদ হন৷ তবে ভোটের আগে নাটকীয় ভাবে স্বামীকে ছেড়ে তৃণমূলে যোগ দেন তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল৷    

অন্যদিকে সুজাতা বলেন, ‘‘ বিজেপি’র দলীয় কোন্দ প্রকাশ্যে৷ বিজেপি নেতৃত্ব হীনতায় ভুগছে৷ বিষ্ণুপুরে যে ৫টি আসন বিজেপি জিতেছে তার পিছনে রাজ্য সভাপতির কোনও অবদান আছে বলে মনে হয় না৷ তিনি নিজের লোকসভা আসনেই হেরেছেন৷ তবে বিষ্ণুপুরের সাংসদ কেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করেছেন সেটা উনিই ভালো বলতে পারবেন৷ ’’ সুজাতার সাফ কথা, আমি প্রথম থেকেই চাই সৌমিত্র বিজেপি ছাড়ুক৷ বিজেপি মানুষের বিপদে পাশে থাকে না৷ ওরা মহিলা বিদ্বেষী৷ বিজেপি ঘর ভাঙায়৷ আমি সর্বোত ভাবে চাই এমন একটা দল ছেড়ে সৌমিত্র তৃণমূলে ফিরুক৷ ওঁর সৎ বুদ্ধি হোক৷’’     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =