গুরু-বিচ্ছেদে মস্তক মুণ্ডনের প্রতিজ্ঞা ভাঙলেন সৌমিত্র! দিলেন যুক্তি

গুরু-বিচ্ছেদে মস্তক মুণ্ডনের প্রতিজ্ঞা ভাঙলেন সৌমিত্র! দিলেন যুক্তি

কলকাতা: ‘গুরু’ মুকুল রায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরে যাওয়ায় ন্যাড়া হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ‘শিষ্য’ সোমিত্র৷ গত শুক্রবার মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে যোগদান করেন তৃণমূলে। তারপরই মুকুলকে ‘মিরজাফর’ বলে আক্রমণ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ৷ রাজনৈতিক ‘গুরু’কে মৃত হিসাবে ধরে নিয়ে সৌমিত্র পরদিনই মস্তক মুণ্ডন করবেন বলে জানান৷ কিন্তু চারদিন গড়িয়ে গেলেও ন্যাড়া হওয়ার পথে হাঁটেননি বিজেপি সাংসদ সৌমিত্র৷

শোনা যাচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব সৌমিত্রর এমন ইচ্ছের কথা জানতে পেরে তাঁকে ফোন করেন৷ দলের তরফ থেকে এমন ঘটনা ঘটাতে নিষেধ করা হয় বলে খবর। যদিও একথা মানতে চাননি সৌমিত্র। তিনি বলেন, ‘‘আমার বাবা-মা এখনও জীবিত৷ এই অবস্থায় ন্যাড়া হওয়া ঠিক নয় বলে বাবা আপত্তি করেন৷ দলের তরফ থেকে কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি৷’’ গতবছরও একবার ন্যাড়া হওয়ার পথে হেঁটেছিলেন সৌমিত্র৷ বিষ্ণুপুরের ষাঁড়েশ্বর মহাদেবের পুজো ও যজ্ঞের জন্য শ্রাবণ মাসের শেষ সোমবারে মাথা মোড়ান তিনি৷ কথা ছিল, ৯০ হাজার যুবমোর্চার কর্মীদের হাতে ত্রিশূল বিতরণ করবেন সৌমিত্র৷ যদিও বিজেপির তরফ থেকে এই কর্মসূচিতে সমর্থন না মেলায় শেষমেশ তা বাতিল হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 20 =