দিদিকে ‘না’ দাদার, ‘আপাতত’ রাজনীতি নিয়ে ভাবতে নারাজ সৌরভ

দিদিকে ‘না’ দাদার, ‘আপাতত’ রাজনীতি নিয়ে ভাবতে নারাজ সৌরভ

কলকাতা:  মহারাজের জন্মদিনে বেহালার বাড়িতে পৌঁছে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর থেকেই শুরু হয় রাজনৈতিক জল্পনা৷ সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভার সাংসদ করা হতে পারে বলে শুরু হয় কানাঘুষো৷ কিন্তু এখনই রাজনীতির দুনিয়ায় পা রাখতে নারাজ ভারতের প্রাক্তন অধিনায়ক৷ ঘনিষ্ঠ মহলে সেকথা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি৷ জানা যাচ্ছে জন্মদিনের সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর রাজ্যসভায় যাওয়ার প্রস্তাবে না বলেছেন দাদা৷ যদিও তৃণমূলের দাবি, সৌরভকে এমন কোনও প্রস্তাবই দেননি দলনেত্রী৷ 

আরও পড়ুন- মঞ্চে দাঁড়িয়ে খেলেন চা, মুখে পুড়লেন খৈনি, মনোরঞ্জনের কীর্তিকে সমালোচনার ঝড়

তৃণমূলের সাফ কথা, সৌরভের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ ছিল নেহাতই সৌজন্যমূলক৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷ শুধুমাত্রই জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন তিনি৷ মমতার ঘনিষ্ঠ এক নেতার কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভের সম্পর্ক ভালো৷ তিনি সৌরভের প্রতি স্নেহশীল৷ এর আগেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন৷ এবার তাঁর বাড়িতে গিয়ে দেখা করেছেন মাত্র৷ তার মানে এই নয় শুভেচ্ছা বার্তা রাজনৈতিক হয়ে গিয়েছে৷’’

অন্যদিকে ঘনিষ্ঠ মহলে সৌরভ জানিয়েছেন, তিনি ‘আপাতত’ রাজনীতিতে আসার জন্য প্রস্তুত নন৷ তাঁর এই বক্তব্যের মধ্যে থেকে অন্তত এটা বোঝা যায় যে, তিনি আপাতত চান না৷ তবে ভবিষ্যতে রাজনীতির দুনিয়ায় পা রাখতেও পারেন৷ অন্তত তাঁর বক্তব্যে মিলেছে তেমনই ইঙ্গিত৷ অসমর্থিত সূত্রের খবর, বৃহস্পতিবার পারিবারিক অনুষ্ঠানের আবহে ঘুরিয়ে সৌরভকে রাজ্যসভার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সেই প্রস্তাবে কোনও সাড়া দেননি সৌরভ৷ পরে ঘনিষ্ঠ মহলে জানান, আপাতত রাজনীতিতে আসার কথা তিনি ভাবছেন না৷ 

আরও পড়ুন- পুলিশকর্তার মেয়ের নামে আপত্তিকর পোস্ট, অবশেষে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে মামলা!

এদিকে, সৌরভের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতর পরেই এই সাক্ষাৎকে রাজনৈতিক আখ্যা দিয়েছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীর ঘোষ৷ তিনি বলেছিলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যসভার সাংসদ হলে আমাদের কোনও আপত্তি নেই। মুখ্যমন্ত্রী যতই বলুন শুভেচ্ছা বার্তা নিয়ে সৌরভের বাড়িতে গিয়েছে৷ আমরা জানি রাজনীতির বাইরে নেতা-নেত্রীরা এক পা’ও রাখতে পারেন না।’’ দিলীপ ঘোষের এই মন্তব্য সৌরভের রাজনীতিতে পদার্পনের গুঞ্জনকে আরও জোড়াল করে তুলেছিল৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 20 =