মমতাকে ‘ভুয়ো মুখ্যমন্ত্রী’ বলে বিস্ফোরক সায়ন্তন!

মমতাকে ‘ভুয়ো মুখ্যমন্ত্রী’ বলে বিস্ফোরক সায়ন্তন!

রায়গঞ্জ: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে রাজ্যের তীব্র সমালোচনা করতে গিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ভুয়ো মুখ্যমন্ত্রী’ হিসেবে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বোগ্রাম এলাকায় অনুষ্ঠিত এক ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেছেন সায়ন্তন।

সম্প্রতি রাজ্য জুড়ে সামনে আসছে ভুয়ো আইএএস, আইপিএস কাণ্ড৷ ভেজাল ভ্যাকসিনের জেরেই সামনে এসেছে ভুয়ো অফিসারদের রমরমার কাণ্ড৷ সেই প্রসঙ্গ টেনেই এদিন সায়ন্তন বলেন, ‘সারা ভারতে একমাত্র এই রাজ্যেই জাল ভ্যাকসিনের মত ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই তদন্তের উন্মোচন না করে, পলিটিকাল ট্যুরিজমের জন্য দিল্লি  ঘুরতে গিয়েছেন।’

এরপরই বোমা ফাটিয়েছেন সায়ন্তন, ‘‘ভুয়ো আইএএস, আইপিএসদের যেমন পাশ করার ব্যাপার থাকে না, সবটাই ভুয়ো তেমনই নির্বাচিত না হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদে বসেছেন৷ আসলে উনি ভুয়ো মুখ্যমন্ত্রী।’’ মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন তিনি, ‘‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে ভিখারীর মত এদিক ওদিক ঘুরছেন। উনি এখন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন।’’

একই সঙ্গে ব্যাঙ্গের সুরে বলেছেন, ‘‘স্বপ্ন দেখার অধিকার সবার আছে। তবে ভুয়ো মুখ্যমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে না৷’’ এদিন চায়ে পে আড্ডায় উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব সায়ন্তন বসু, উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার, প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ একাধিক কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nineteen =