দুর্গত এলাকায় নিজস্বী তুললেন সায়ন্তিকা! সেলিব্রিটি দিয়ে উন্নয়ন হয় না, খোঁচা বিজেপির

দুর্গত এলাকায় নিজস্বী তুললেন সায়ন্তিকা! সেলিব্রিটি দিয়ে উন্নয়ন হয় না, খোঁচা বিজেপির

বাঁকুড়া: দামোদরের জলে প্লাবিত বাঁকুড়ার বিস্তৃর্ণ এলাকা৷ দুর্গত সেই এলাকায় সোমবার প্রতিনিধি দল নিয়ে পরিদর্শনে এসেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ জলমগ্ন সোনামুখীর মানা সমিতি পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন তাঁরা। এরই মাঝে অভিনেত্রীর সঙ্গে সেলফিও তুলতে দেখা গেল গ্রামের একাংশ উৎসাহী জনতাকে।

স্বভাবতই দিনের শেষে গেরুয়া শিবির থেকে ভেসে এসেছে তীব্র টিপ্পনি৷ সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, ‘‘ওঁরা এলেন, কিন্তু দুর্গতদের সঙ্গে কোনও কথাই বললেন না।’’ এরপরই দিবাকরের খোঁচা, ‘‘সেলিব্রিটি’ এনে উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন করতে হলে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে৷’’

এদিন দুপুর দুটো নাগাদ সপারিষদ নিয়ে সোনামুখীর গ্রামে পৌঁছান সায়ন্তিকা৷ নেত্রী তথা অভিনেত্রীকে হাতের কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা বলেন বাসিন্দারা৷ পরে সায়ন্তিকা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকায় এসেছি৷ এলাকার মানুষ প্রচুর কষ্টের মধ্যে রয়েছেন৷ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।  এলাকার মানুষের ক্ষয়ক্ষতির রিপোর্ট মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরবে৷ চেষ্টা করব দ্রুত মানুষের হাতে সরকারি ক্ষতিপূরণ তুলে দেওয়ার৷’’

দামোদরের জলের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ার প্রসঙ্গে তৃনমূল নেতা সমীর চক্রবর্তী বলেন, ‘‘২০১৯ সাল থেকে এখানের সাংসদ বিজেপির৷ আগে সিপিএমের বিধায়ক ছিলেন এই এলাকায়।  বর্তমানে বিজেপির বিধায়ক জয়ী হয়েছেন৷ কিন্তু ভাঙন রোধে বিধায়ক বা সাংসদের কোনও উদ্যোগ নেই৷ তারই ফলে মানুষকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে৷’’ যার পাল্টা হিসেবে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী বলেন, ‘‘এভাবে লোক দেখাতে এলাকায় আসার কি দরকার৷ উনি (সায়ন্তিকা) তো এলাকার মানুষের সঙ্গে কথাই বললেন না৷ এলেন, দু চারজনের সঙ্গে ছবি তুলে ফিরে গেলেন৷ এমনটার কোনও দরকারই ছিল না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =