কলকাতা: দিন ঘোষণা এবং পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে রাজ্য। মনোনয়ন জমা দেওয়া শুরুর দিনেও খুনের ঘটনা ঘটেছে, আবার শেষ দিনেও। এছাড়াও আছে একাধিক বোমাবাজি, মারধরের ইস্যু। সব মিলিয়ে চাপে আছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। এবার নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করল জাতীয় তফসিলি কমিশন। তাদের তরফে এও জানান হয়েছে, প্রয়োজনে দিল্লিতে ডাকা হতে পারে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।
পঞ্চায়েত ভোটে মনোনয়ন-পর্বে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় তফসিলি কমিশন। সেই প্রেক্ষিতেই এই রিপোর্ট তলব বলে জানা গিয়েছে। পাশাপাশি জানান হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট না জমা দিলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে দিল্লিতে তলব করা হবে। এসসি কমিশনের বক্তব্য, বাংলায় অন্তত তফসিলি জাতির অন্তর্ভুক্ত ৬ জনকে খুন বা ধর্ষণ করা হয়েছে। রাজ্যের তফসিলি জাতির মানুষরা আতঙ্কের মধ্যে দিয়ে আছেন। গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিন পরেই আবার পঞ্চায়েত ভোট। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে তারা।
” style=”border: 0px; overflow: hidden”” title=”হাইকোর্টের নির্দেশ কতটা তাৎপর্যপূর্ণ? মনোনয়ন পেশে থানাকে সাহায্য! | bengal panchayat election 2023″ width=”853″>
শেষ কয়েক দিনে মুর্শিদাবাদের খড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিংয়ে বোমাবাজি, গুলি চলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই মৃত্যুও হয়েছে অনেকের। সব মিলিয়ে ভোট পূর্ববর্তী অবস্থা যে ভালো নয় তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে। একই সঙ্গে নির্দেশ, পুলিশ, অবজারভার, সকলকেই সচিত্র পরিচয় পত্র রাখতে হবে। কেউ দেখতে চাইলে তা দেখাতে হবে।