রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব, প্রয়োজনে রাজীব সিনহাকে দিল্লি ডাকবে এসসি কমিশন

রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট তলব, প্রয়োজনে রাজীব সিনহাকে দিল্লি ডাকবে এসসি কমিশন

কলকাতা: দিন ঘোষণা এবং পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার পর থেকে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে রাজ্য। মনোনয়ন জমা দেওয়া শুরুর দিনেও খুনের ঘটনা ঘটেছে, আবার শেষ দিনেও। এছাড়াও আছে একাধিক বোমাবাজি, মারধরের ইস্যু। সব মিলিয়ে চাপে আছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। এবার নির্বাচন কমিশনের রিপোর্ট তলব করল জাতীয় তফসিলি কমিশন। তাদের তরফে এও জানান হয়েছে, প্রয়োজনে দিল্লিতে ডাকা হতে পারে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। 

পঞ্চায়েত ভোটে মনোনয়ন-পর্বে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় তফসিলি কমিশন। সেই প্রেক্ষিতেই এই রিপোর্ট তলব বলে জানা গিয়েছে। পাশাপাশি জানান হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন রিপোর্ট না জমা দিলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহকে দিল্লিতে তলব করা হবে। এসসি কমিশনের বক্তব্য, বাংলায় অন্তত তফসিলি জাতির অন্তর্ভুক্ত ৬ জনকে খুন বা ধর্ষণ করা হয়েছে। রাজ্যের তফসিলি জাতির মানুষরা আতঙ্কের মধ্যে দিয়ে আছেন। গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিন পরেই আবার পঞ্চায়েত ভোট। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে তারা।