বন্ধ স্কুল, জাল নোট পাচারকাণ্ডে গ্রেফতার মেধাবী পড়ুয়া

বন্ধ স্কুল, জাল নোট পাচারকাণ্ডে গ্রেফতার মেধাবী পড়ুয়া

মালদহ: জালনোট পাচারের ঘটনায় এবার পুলিশের জালে উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ জাল নোট পাচারের অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্কুল ছাত্রের নাম মহম্মদ সামাদ (নাম পরিবর্তিত)৷ তার কাছ থেকে ৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে৷

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবর পেয়ে এদিন মালদহের কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গোলাপগঞ্জ থেকে অভিযুক্তকে আটক করা হয়৷ তার কাছ থেকে  ৫০০ টাকার ৪০০ টি জাল নোট এবং ২০০০টাকার ১২০ টি জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে। স্বভাবতই স্তম্ভিত পুলিশের শীর্ষ কর্তারা৷ তদন্তে নেমে তাঁদের অনুমান, সীমান্তে জাল নোট পাচারের ক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে পাচারকারীরা এখন স্কুল ছাত্রদের ব্যবহার করছে৷

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অভিয়ুক্ত ওই স্কুল ছাত্রের বাড়ি গোলাপগঞ্জের সাধারিটোলা এলাকায়৷ অভিযুক্তের মাধ্যমে নোট পাচার চক্রের বাকিদের হদিশ পেতে চাইছে পুলিশ৷ এক শীর্ষ কর্তার কথায়, ‘‘ভাবুন, একটা ১২-১৩ বছরের ছেলেকে নিয়ে জাল নোট পাচার করানো হচ্ছে৷ ফলে বড় হয়ে উঠলে এই ছেলেটাই কি ধরণের মাফিয়া হয়ে উঠবে, ভাবতে গেলেও শিহরিত হচ্ছি আমরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 4 =