ভোট মিটলেও, এখনও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, খোলা গেল না বহু স্কুল, মামলা হাই কোর্টে

খুলল না সব স্কুল (Schools Occupied) ভোট পর্ব মিটে গিয়েছে বেশ কয়েক দিন হল। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী৷ এদিকে, দীর্ঘ…

Schools Occupied by Central Forces

খুলল না সব স্কুল (Schools Occupied)

ভোট পর্ব মিটে গিয়েছে বেশ কয়েক দিন হল। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী৷ এদিকে, দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার, ১০ জুন থেকে রাজ্যে খুলছে স্কুল৷ তবে সব স্কুল খোলা এখনই সম্ভব হচ্ছে না!

স্কুলে এখনও কেন্দ্রীয় বাহিনী (Central forces deployed)

কারণ, এখনও বিভিন্ন স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাই কোর্ট৷ উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন দুই আইনজীবী।

ভোট পরবর্তী হিংসা রুখতে

ভোট পরবর্তী হিংসা রুখতেই নির্বাচনের পরও রাজ্যে আরও কয়েক সপ্তাহ কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন৷ তবে সর্বত্র নয়, আগামী ১৯ জুন পর্যন্ত রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা থাকবেন বলে জানানো হয়েছে।

আদালতের দৃষ্টি আকর্ষণ

স্বাভাবিকভাবেই তাঁরা থাকবেন স্কুলে। যার ফলে সোমবার থেকে পুরোদস্তুর স্কুল খোলার কথা থাকলেও অনেক জায়গাতেই তা সম্ভব হয়নি।

আরও পড়ুন

হিরণের বিরুদ্ধে তদন্ত চালালেও, গ্রেফতার নয়, নির্দেশ হাই কোর্টের

বাংলার ফের নির্বাচন, ‘বিসর্জন’ হবে না তো বিশ্বজিৎ-মুকুটমণি-কৃষ্ণর ‘কেরিয়ার’?

সাধারণ সাংসদ হয়েই থাকে যাবেন অভিজিৎ? হারিয়ে যাবেন রাজনীতির ‘পাঁকে’?

 

Central forces deployed for elections are still occupying schools, causing disruptions and problems for students and teachers. Read the full story to know the impact on the education sector.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *