আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন, ২০১৩-র থেকে সংখ্যা এখনও কম

আরও ৮০০ কোম্পানি বাহিনী চাইল কমিশন, ২০১৩-র থেকে সংখ্যা এখনও কম

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়সারা মনোভাব দেখানোর এবং আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রে প্রহসন করার অভিযোগ উঠেছিল। পঞ্চায়েত নির্বাচনে বাংলার সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালতও এই রায় বজায় রাখে। এরপর নির্বাচন কমিশন মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় কেন্দ্রের কাছে। তবে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে, আরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। অবশেষে সেই সংখ্যা বাড়াল কমিশন।  

বৃহস্পতিবার আদালতের দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক মিনিট আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা আরও ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছেন। তাহলে আগের ২২ কোম্পানি মিলিয়ে মোট ৮২২ কোম্পানি বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ২০১৩ সালের থেকে বেশি কোম্পানি নিয়ে ২০২৩ সালের পঞ্চায়েত ভোট করাতে হবে বলে বুধবার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০১৩ সালে ৫ দফায় হয়েছিল পঞ্চায়েত ভোট এবং বাহিনী এসেছিল ৮৩৫ কোম্পানি। সেক্ষেত্রে এখনও বাহিনীর সংখ্যা কমই চাওয়া হয়েছে।