কোন নথি দেখিয়ে মিলবে করোনা টিকার দ্বিতীয় ডোজ? বিজ্ঞপ্তি রাজ্যের

কোন নথি দেখিয়ে মিলবে করোনা টিকার দ্বিতীয় ডোজ? বিজ্ঞপ্তি রাজ্যের

কলকাতা:  লাফিয়ে বাড়ছে করোনা৷ দেখা দিয়েছে অক্সিজেনের হাহাকার৷ করোনা চিকিৎসার ওষুধ আকাল৷ শুরু হয়েছে কালোবাজারি৷ চলতি করোনা পরিস্থিতি থেকে বাঁচতে আমজনতার পাখির চোখ এখন টিকা৷ আর এই টিকাকরণ নিয়ে উঠছে একের পর এর এক অভিযোগ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রথম ডোজের টিকা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ চলছে দ্বিতীয় ডোজের টিকাকরণ৷ আর এই টিকা পেতে সাধারণ জনতার সমস্যা কিছুটা কমতে এবার উদ্যোগ নিল কেন্দ্র-রাজ্য সরকার৷

বেসরকারি হাসপাতাল থেকে প্রথম ডোজ নেওয়া ব্যাক্তিরা বিনামূল্যে কোথা থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন রাজ্য সরকার সেই সব কেন্দ্রের নামের তালিকা প্রকাশ করেছে৷ স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে কলকাতা, বিধাননগর পুরনিগম এবং নিউটাউন ডেভলপমেন্ট অথরিটি এলাকায় বসবাসকারী ব্যক্তি যারা ইতিমধ্যেই টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্টের মত পরিচয়পত্র এবং প্রথম ডোজ নেওয়ার শংসাপত্র দেখিয়ে স্বাস্থ্য দফতর নির্ধারিত কেন্দ্র থেকে টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন৷

তালিকায় কলকাতা পুর এলাকার ৫৮টি, বিধাননগর পুর নিগমের ২২টি এবং নিউটাউন এলাকায় ১১টি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের নাম রয়েছে। এইসব হাসপাতাল বা নার্সিংহোম থেকে যারা প্রথম ডোজ নিয়েছেন তারা সরকার নির্ধারিত কেন্দ্র থেকে নিদৃষ্ট দিনে দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলে সরকারিভাবে জানান হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =