কলকাতা: বুধবার বিধানসভায় পেশ হয় রাজ্য বাজেট। সেই সময়ই বিধানসভা থেকেই আটক করা হয় এক ব্যক্তিকে। তিনি নিজেকে মধ্য হাওড়ার বিধায়ক বলে দাবি করেছিলেন। অর্থাৎ ভুয়ো বিধায়ক ধরা পড়েছিল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিধানসভার নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তাই তড়িঘড়ি এই ইস্যুতে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হল বিধানসভার নিরাপত্তা।
আরও পড়ুন: চার্জশিট পেশ নওশাদদের বিরুদ্ধে, কী সিদ্ধান্ত হল বিধায়ককে নিয়ে
জানা গিয়েছে, বিধানসভার প্রধান দু’টি গেটে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। বিধানসভার অভ্যন্তরে সাদা পোশাকের পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। পাশাপাশি বিধানসভায় আসা সকলের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। কোনও ভাবে অন্য কোনও ব্যক্তি যার সঠিক পরিচয় পত্র নেই বা কোনও আইডি নেই, যাতে বিধানসভা চত্বরে না ঢুকতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। আসলে বুধবার সকালে বিধানসভার ২ নং গেট দিয়ে ঢুকে লবি পর্যন্ত চলে যান এক ব্যক্তি। তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ছিল। নিজেকে বিধায়ক বলে দাবি করাই সন্দেহ আরও বাড়ে। শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”বিজেপি প্রার্থীকে ভোট দিতে ৫০০ টাকা ঘুষ! Voter bribed with Rs 500 to give vote to BJP” width=”853″>
প্রথমে তাঁকে দেখে সন্দেহ হওয়ায় কয়েকজন ধরে ফেলেন। নাম জানতে চাওয়ায় প্রথমে ওই ব্যক্তি বলেন গজানন বর্মা। আবার পরে বলেন, গজানন বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীরা এসে তাঁর কাছ থেকে কোনও আইডি চান। কিন্তু তা তিনি দেখাতে পারেননি। এমনকি ধৃত ব্যক্তি এও দাবি করেছিলেন যে তিনি নাকি খোদ রাজ্যপালের নির্দেশেই বিধানসভায় ঢুকেছিলেন।