আচমকা বেপাত্তা হয়ে যান, ২৫ বছর পর বাড়ি ফিরলেন আনিরুল

আচমকা বেপাত্তা হয়ে যান, ২৫ বছর পর বাড়ি ফিরলেন আনিরুল

উলুবেড়িয়া: এক রাতে আচমকা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে ২৫ বছর। বাড়ি আর ফেরা হয়নি তাঁর। পরিবারের সকলেই ভেবে নিয়েছিলেন যে তিনি আর হয়তো ফিরবেনও না। কিন্তু হঠাৎ করেই যেমন চলে গিয়েছিলেন, ঠিক তেমনই হঠাৎ করেই ফিরে এলেন উলুবেড়িয়ার আলিপুকুরের বাসিন্দা শেখ আনিরুল। ২৫ বছর পর মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাঁকে বাড়ি পাঠাল। 

জানা যায়, শেখ আনিরুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তার জেরেই তাকে বেশিরভাগ সময়ে বাড়িতেই রাখা হত, কোথাও বাইরে একা বেরতে দেওয়া হত না। বাড়িতে ও এলাকায় টুকটাক জরির কাজে হাত লাগাতেন তিনি। কিন্তু ২৫ বছর আগের এক রাতে সকলে যখন ঘুমে মগ্ন, তখনই বাড়ি থেকে বেরিয়ে যান আনিরুল। ব্যস, তারপর আর ফেরেননি। অবশেষে ২৫ বছর পর তাকে ফিরে পেল পরিবার। কিন্তু এত বছর ধরে তিনি ছিলেন কোথায়?