রক্তদান শিবিরে এসে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা

রক্তদান শিবিরে এসে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা

ব্যারাকপুর: মিছিল করে তৃণমূলের রক্তদান শিবিরে এসে দল বদলালেন বিজেপির নেতা, কর্মীরা৷ বিজেপির বসিরহাটের যুব মোর্চার সাধারণ সম্পাদক ও যুব সভাপতি সহ প্রায় এক হাজার কর্মী রবিবার যোগ দিলেন শাসকদল তৃণমূলে৷ প্রসঙ্গত, বসিরহাট দক্ষিণ বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল৷ সেখানেই ভাঙন ধরার ফলে এবার এলাকায় তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বসিরহাট দক্ষিণ বিধানসভার গোটরা গ্রাম পঞ্চায়েতের পাশে রক্তদান শিবিরের আয়োজন করেছিল তৃণমূল৷ রবিবার সেখানেই মিছিল করে আসেন বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চা সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় কর্মকার, যুব সভাপতি শংকর হালদার, পূর্ব মণ্ডলের যুব সম্পাদক মনিরুল ইসলাম, বসিরহাট পূর্ব মন্ডলের বিজেপির সহ-সভাপতি রাজু মণ্ডল, বসিরহাট এক নম্বর ব্লকের মন্ডল সভাপতি পাখি সরকারের নেতৃত্বে  প্রায় একহাজার কর্মী, সমর্থক৷ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়,  বসিরহাট ১ ব্লক তৃণমূলে সভাপতি শাহানুর মণ্ডলেরা৷

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় কর্মকার বলেন, ‘‘আমাদেরকে কেউ ভয় দেখাইনি, কেউ বলেনি তৃণমূল না করলে বাড়িঘর ভেঙে দেব, এলাকায় থাকতে দেব না। ভালবাসার টানে দিদির দলে নাম লেখালাম৷’’ দল বদলানোর কারণ হিসেবে তাঁর দাবি, ‘‘যেভাবে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে সেখান থেকে মানুষের কাজ করা যাচ্ছে না। বিজেপিতে পুরনোদের কোনও সম্মান নেই৷ তাই মানুষের কাজ করতে মানুষের পাশে দাঁড়াতে আজ তৃনমূলে যোগদান করলাম।’’ যেভাবে একাধিক ব্লক নেতা দল বদলালেন তাতে আগামীদিনে সংশ্লিষ্ট ব্লকে বিজেপির সাংগঠন ধরে রাখাটাই প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ যদিও এবিষয়ে জেলাস্তরের কোনও নেতার প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twelve =