কলকাতা: রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা একটি চিঠির সূত্র ধরে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যকে গ্রেফতার করা হয়েছে বলেই আদালতে জানিয়েছিল ইডি। সেই চিঠির কথা আগাগোড়াই অস্বীকার করেছেন শংকর। এবার তাঁকে পাঠানো সমন নিয়ে বোমা ফাটালেন তাঁর আইনজীবী। ইডি শংকরের নামে অদৌ কোনও সমন পাঠায়নি বলে দাবি করলেন তিনি।
শংকরের আইনজীবী বলেন, প্রথমে তাঁর মক্কেলের কাছে ইডির নামে একটি নোটিস পাঠানো হয়েছিল। ওই নোটিসের পরিপ্রেক্ষিতে হাজিরা দেওয়ার জন্য এক মাস সময়ও চাওয়া হয়েছিল। পরে জানা যায়, ইডি কোনও নোটিসই পাঠায়নি। নোটিসে থাকা কিউআর কোড যাচাই করে দেখা যায়, ওই নোটিসে শংকরের ন, নাম রয়েছে রাকেশ সিং নামে এক ব্যক্তির। ইডির ডেপুটি ডিরেক্টর বলেন, “ওই সমন আমরাাদের পাঠানো নয়৷ কীভাবে ওই নোটিস গেল তার তদন্ত হবে।” বিচারকের মন্তব্য, ‘‘এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’’ তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন।