কলকাতা: সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকা গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। ২ লক্ষের সম্পত্তি নিয়ে কী ভাবে ২২ লক্ষ টাকার গাড়ি কেনা হল, তা জানতে চেয়েছিলেন তিনি। এই ইস্যুতে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিতভাবে জবাব দেন শতরূপ ঘোষ নিজেই। তাঁর গাড়ি কেনার টাকার উৎস কী তা ব্যাখ্যা করার পর বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সিপিএম নেতার কথায়, তাঁর বাবা কার নামে গাড়ি কিনবে সেটা কুণাল ঘোষের বাবা ঠিক করে দেবে না।
আরও পড়ুন- কীভাবে দেশের উচ্চশিক্ষায় জাতপাতের দাপট? উচ্চ শিক্ষার প্রথম ধাপেই কীভাবে ব্রাত্য দলিত?
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় সিপিএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কাছাকাছি। সেই হলফনামার ছবি টুইট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছিলেন। এদিন নিজের বাবার ব্যাঙ্ক পাস বইয়ের তথ্য, ফিক্সড ডিপোজিটের তথ্য, কবে, কখন, কত টাকার লেনদেন হয়েছে তার বিস্তারিত তথ্য সাংবাদিক সম্মেলন থেকে দেন শতরূপ ঘোষ। জানান, ওই গাড়ির দাম দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ। এমনকি অল্প কিছু নগদ টাকা দেওয়া হলেও সিংহভাগ খরচই করা হয়েছে চেকের মাধ্যমে। এরপরই যেন তাঁর রাগের বাঁধ ভাঙে। একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষকে বেনজির আক্রমণ করেন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পাজামা কেনার টাকা নেই কেষ্টর, নোংরা পাজামাতেই অনুব্রত! Anubrata’s difficult life in Tihar jail” width=”853″>
শতরূপ বলেন, ”আমার বাবা কার নামে গাড়ি কিনবে তাতো কুণাল ঘোষের বাবা ঠিক করবে না। আমি আমার বাবার একমাত্র সন্তান, বাবা মনে করেছেন আমার নামে কিনবেন। আমি জানি না, হতে পারে কুণাল ঘোষের বাবার হয়তো কুণাল ঘোষ ছাড়াও অনামে-বেনামে আরও এদিক-ওদিক সন্তান ছড়িয়ে ছিলেন। কুণাল ঘোষের বাবা যখন কিছু কিনতেন তখন হয়তো, আমি জানি না কোন সন্তানের নামে কিনবেন তা বুঝতে না পেরে নিজের নামেই কিনতেন।”