বাড়ছে মদ্যপদের তাণ্ডব, দশমীর রাতে ফের সাক্ষী থাকল শিবপুর

বাড়ছে মদ্যপদের তাণ্ডব, দশমীর রাতে ফের সাক্ষী থাকল শিবপুর

হাওড়া: কিছুতেই কমছে না মদ্যপদের দাপট৷ শুক্রবার রাতে তেমনই এক ঘটনার সাক্ষী থাকল হাওড়ার শিবপুর এলাকা৷ শুক্রবার দশমীর রাতে মদের আসরে বাঁধল গন্ডগোল। ধারাল অস্ত্রের কোপে আহত এক। পাল্টা হামলায় আহত হন অভিযুক্তও। দুজনেই ভর্তি হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, হাওড়ার ব্যাতাইতলা পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এক বাস ড্রাইভারকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে এলাকারই এক দুষ্কৃতী আলি হোসেন ওরফে ঝোলা’র বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন শালিমার তিন নম্বর গেটের কাছে একটি দোকানে বসে আলি হোসেন ওরফে ঝোলা তার সাঙ্গপাঙ্গোদের নিয়ে খাওয়া-দাওয়া করছিল।

সেই দোকানে মদ্যপান করতে গিয়েছিলেন তাপস রায় নামের ধর্মতলা রুটের ওই বাস ড্রাইভারও৷ আচমকায় কথা বার্তা থেকে তর্কাতর্কি এবং বচসায় জড়িয়ে যায় দু’জন৷ ঠেকের মালিক কিংবা অন্য খদ্দেররা বিষয়টিকে প্রথমে গুরুত্ব দেননি কিন্তু আচমকায় বচসা চলাকালীন পকেট থেকে ধারাল অস্ত্র বের করে আলি হোসেন৷ বাকিরা কিছু বুঝে ওঠার আগেই সে কোপাতে শুরু করে তাপস রায় নামে ওই বাস কনডাক্টরকে৷

খবর পেয়ে মদের ঠেকে আসেন জখম তাপসের আত্মীয়রা৷ অভিযোগ, তাঁরা ঝোলার উপর পাল্টা হামলা চালায়। দুজনেই ভর্তি রয়েছেন স্থানীয় হাসপাতালে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে৷ বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মদ্যপদের দাপট ক্রমেই বাড়ছে৷ তারই জেরে প্রায় প্রতিদিনই কোনও না কোনও এলাকায় ঝামেলা লেগেই থাকছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =