ভাটপাড়া-আসানসোলে ফের চলল গুলি, হল মৃত্যুও

ভাটপাড়া-আসানসোলে ফের চলল গুলি, হল মৃত্যুও

কলকাতা: গুলি চলার ঘটনায় কোনও খামতি দেখা যাচ্ছে না বাংলায়। কয়েক দিন আগেই ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ড বাকড় মহল্লা এলাকায় সাতসকালে গুলিবিদ্ধ হয় এক তৃণমূল নেতা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফের একবার একই ঘটনা ঘটল সেখানে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোঁড়া দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন একজন। এবার ঘটনা ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া রোডের।

আরও পড়ুন: নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল, নাগাড়ে বৃষ্টি কি শুরু হবে বঙ্গে

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বড় মসজিদের কাছে একটি দোকানে বসেছিলেন ওই যুবক। আচমকাই কয়েকজন দুষ্কৃতি এসে তাঁকে ডাকে এবং সঙ্গে সঙ্গেই তাঁকে গুলি করে। খুব কাছ থেকে গুলি করায় তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। এই ঘটনার পরই এলাকায় সাত থেকে আটটি বোমা পড়ে বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই অল্প কয়েক দিনের মাঝে একই রকম ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বাড়িও খুবই কাছে।

ভাটপাড়ার মতোই আসানসোলে গুলি চলার ঘটনা ঘটেছে। গুলিতে জখম হয়েছে কুখ্যাত কয়লা মাফিয়ার ভাইয়ের স্ত্রী। গুরুতর জখম অবস্থায় আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, আসানসোল উত্তর থানা এলাকায় ওই মহিলার বাড়ি। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনাতেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =