ধাবায় ঢুকল সশস্ত্র দুষ্কৃতীরা, টেবিলে রাখল ‘লোডেড’ বন্দুক! তারপর…

ধাবায় ঢুকল সশস্ত্র দুষ্কৃতীরা, টেবিলে রাখল ‘লোডেড’ বন্দুক! তারপর…

মেদিনীপুর: ধাবায় ঢুকে টাকা দাবি করছে একদল সশস্ত্র দুষ্কৃতী। তাদের মধ্যে দুজনের কাছে রয়েছে বন্দুক যা তারা ভয় দেখানোর জন্য টেবিলের ওপরে রাখল। কিছুক্ষণের মধ্যে একজন শূন্যে গুলিও চালাল! হাড় হিম করা এই দৃশ্য ফুটে উঠেছে ধাবার সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন- কবে ভ্যাকসিন পাবে শিশু-কিশোররা? স্পষ্ট করে দিল কেন্দ্র

ফিল্মি কায়দায় এই শুট আউটের ঘটনায় জড়িয়ে রয়েছে এলাকার কুখ্যাত দুষ্কৃতীরা এমনটাই জানিয়েছে পুলিশ। মেদিনীপুর শহরের এই ধারায় ঘটনার সিসিটিভি ফুটেজের যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে প্রথমে একজন ধাবায় ঢুকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয় এবং শূন্যে গুলিও চালায়। তারপরেই আরও একজন এসে টেবিলের ওপর বন্দুক রাখে। তাও আবার একটা বন্দুক নয় বেশ কয়েকটা! জানা গিয়েছে, গতকাল রাতে যমুনাবালি এলাকায় ওই ধাবায় ঢুকে ১ লক্ষ টাকা তোলা চায় তারা। ধাবার মালিক না থাকায় এক কর্মচারীকে মারধর করে এবং শূন্যে ২ রাউন্ড গুলি চালায়। 

এর পর মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় পদ্মাবতী শ্মশানঘাটেও তারা চড়াও হয়ে সেখানেও টাকা চায় বলে অভিযোগ। সেখানেও শূন্যে এক রাউন্ড গুলি ছোড়ে তারা এবং পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনায় মেদিনীপুরের কুখ্যাত দুষ্কৃতী মোটা রাজার হাত রয়েছে। তবে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ এবং আরও কয়েক জন জড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =